এক্সপ্লোর
Advertisement
এবার কর্মহীনদের উপার্জনের ব্যবস্থা করছেন সোনু সুদ, জন্মদিনে চালু করলেন প্রবাসী রোজগার পোর্টাল
এছাড়া সোনু লঞ্চ করেছেন টোল ফ্রি নম্বর ১৮০০ ১২১ ৬৬৪৪২২। এই নম্বরের মাধ্যমে কর্মদাতা ও কর্মপ্রার্থীরা যুক্ত হতে পারবেন এই মঞ্চে।
মুম্বই: গতকাল ৪৭-এ পা দিয়েছেন সোনু সুদ। লকডাউন চলাকালীন পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফেরার ব্যবস্থা করে এখন তিনি দেশবাসীর চোখের মণি। আর এবার জন্মদিনে তিনি কর্মহীন শ্রমিকদের জন্য ৩ লাখ চাকরির ব্যবস্থা করেছেন।
টুইটারে সোনু লিখেছেন, জন্মদিন উপলক্ষ্যে প্রবাসী রোজগার ডট কম নামে একটি পোর্টাল চালু করলাম। ৩ লাখ চাকরি আছে এতে। সব চাকরিতে ভাল মাইনে, পিএফ, ইএসআই ও অন্যান্য সুবিধে আছে। এইপিসি, সিটি, ট্রাইডেন্ট, কোয়েস কর্প, আমাজন, সোডেক্সো, আরবান কোম্পানি, পোর্টিয়া ও অন্য়ান্য সংস্থাকে ধন্যবাদ। সঙ্গে হ্যাশট্যাগ #অবইন্ডিয়াবনেগাকামিয়াব।
मेरे जन्मदिन के अवसर पे मेरे प्रवासी भाइयों के लिए https://t.co/UWWbpO77Cf का 3 लाख नौकरियों के लिए मेरा करार। ये सभी अच्छे वेतन, PF,ESI और अन्य लाभ प्रदान करते हैं। धन्यवाद् AEPC, CITI, Trident, Quess Corp, Amazon, Sodexo, Urban Co , Portea और अन्य सभी का।#AbIndiaBanegaKamyaab pic.twitter.com/rjQ0rXnJAl
— sonu sood (@SonuSood) July 30, 2020
প্রবাসী রোজগার সাইট বলছে, ৪৫০ কর্মদাতা এর সঙ্গে যুক্ত। সাইট চালু হওয়ার পরেই এক লক্ষ শূন্যপদের কথা এতে বলা হয়েছে। আমাদের কাজ হল, কাজের সন্ধান ও কেরিয়ারের উন্নতির সুযোগ দেওয়া সেই সব লাখ লাখ পরিযায়ী কর্মীদের, যাঁরা চাকরি সন্ধান করছেন। লেখা আছে এতে।
এছাড়া সোনু লঞ্চ করেছেন টোল ফ্রি নম্বর ১৮০০ ১২১ ৬৬৪৪২২। এই নম্বরের মাধ্যমে কর্মদাতা ও কর্মপ্রার্থীরা যুক্ত হতে পারবেন এই মঞ্চে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement