এক্সপ্লোর
Advertisement
‘অনেক শিক্ষা, শক্তি দিয়েছেন আমায়’, শিক্ষক দিবসে রাজনৈতিক বিরোধীদের, সোস্যাল মিডিয়ায় ট্রোলিংকে ধন্যবাদ রাহুলের
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও শিক্ষক দিবসের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যা কংগ্রেসের সরকারি ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, দেশবাসী রাষ্ট্রগঠনে শিক্ষকদের ‘কঠিন শ্রম, অবদানে’র জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
নয়াদিল্লি: শিক্ষক দিবসে ট্যুইটের মাধ্যমে সোস্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের জবাব দিলেন, প্রতিপক্ষ রাজনৈতিক মহল ও নির্দিষ্ট কিছু ‘এজেন্ডা নিয়ে চলা সাংবাদিকদের’ও কটাক্ষ করলেন রাহুল গাঁধী। যাঁদের কাছে তিনি বছরের পর বছর অনেক কিছু ‘শিখেছেন’, তাঁদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস নেতা। তাঁরা সবাই তাঁকে আগের চেয়ে আরও শক্তিশালী হতে সাহায্য করেছেন বলে মন্তব্য করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। দেশজুড়ে গুরুত্ব সহ পালন করা হচ্ছে শিক্ষক দিবস।
On #TeachersDay I thank all those from whom I’ve learnt, over the years 🙏
That includes the army of social media trolls, some journalists-with-an-agenda & my political adversaries, whose vicious barbs, false propaganda & anger has taught me a lot & made me much stronger 🙏
— Rahul Gandhi (@RahulGandhi) September 5, 2019
এই উপলক্ষ্যে রাহুলের ট্যুইট, শিক্ষক দিবসে তাঁদের সবাইকে আমার ধন্যবাদ, যাঁদের কাছে বছরের পর বছর শিখেছি। এঁদের মধ্যে আছেন সোস্যাল মিডিয়ার ট্রোল বাহিনী, কিছু সাংবাদিক যাঁদের কোনও না কোনও এজেন্ডা আছে এবং আমার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা, যাঁদের বিষাক্ত কটাক্ষ-টিপ্পনী, মিথ্যা প্রচার ও ক্রোধ আমায় অনেক শিক্ষা দিয়েছে, অনেক বেশি শক্তিশালী করেছে। রাহুল অবশ্য কারও নাম করেননি।
কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীও শিক্ষক দিবসের শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, যা কংগ্রেসের সরকারি ট্যুইটার হ্যান্ডলে প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, দেশবাসী রাষ্ট্রগঠনে শিক্ষকদের ‘কঠিন শ্রম, অবদানে’র জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement