Coronavirus Vaccine: রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাকসিন
সম্প্রতি রাজ্য সরকার কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দু’ রকম ভ্যাকসিনের বরাত দেয়।
কলকাতা: রাজ্যে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন। আজ সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছনোর পর এই ভ্যাকসিন নিয়ে যাওয়া হবে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সম্প্রতি রাজ্য সরকার কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দু’ রকম ভ্যাকসিনের বরাত দেয়। সেই অনুযায়ী আজ রাজ্যে এল ১ লক্ষ কোভ্যাকসিন। এর আগে ৫ মে রাজ্যে এসেছে কেন্দ্রের পাঠানো ৫ লক্ষ ডোজ।
গতকাল, কোভ্যাকসিন না পেয়ে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চলে বিক্ষোভ। টোকেন পেলেও ভ্যাকসিন মেলেনি বলে অভিযোগ। ১০০ জনকে কোভ্যাকসিন দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, ৬০-৭০-কে দেওয়ার পরই জানানো হয় ভ্যাকসিন শেষ। ভ্যাকসিন না পেয়ে পরপর ফোন এল কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সনের কাছেও। ভ্যাকসিনের আকাল, তাই চাইলেও সবাইকে দেওয়া যাচ্ছে না। জানালেন ফিরহাদ হাকিম।
রেকর্ড ভেঙে গতকাল দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪ হাজারেরও বেশি মানুষের। চার লক্ষের উপরেই রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। দমানো যাচ্ছে না করোনাকে। কিন্তু মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে মিলছে না ভ্যাকসিনও। এই অভিযোগে, শনিবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্ষোভে ফেটে পড়লেন অনেকে।
আপাতত কলকাতা মেডিক্যাল কলেজে হাসপাতালে, কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ। জানানো হয়েছে, প্রতিদিন ১০০ জনকে কোভ্যাকসিন এবং ২০০ জনকে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ দেওয়া হবে। সেই অনুযায়ী এদিন টোকেনও দেওয়া হয়। কিন্তু টোকেন পেলেও ভ্যাকসিন না পেয়ে ক্ষোভ ফেটে পড়েন অনেকে।
অভিযোগ কোভ্যাকসিন ১০০ জনকে দেওয়ার আগেই শেষ। বেনিয়মের অভিযোগ তুলছেন। ৭০ জনকে দেওয়ার পরই বন্ধ। ভ্যাকসিন নিতে আসা গোপাল পাল নামে এক ব্যক্তি বলেন, ভোর চারটে থেকে দাঁড়িয়ে আছি। আমার নম্বর ৮৬, এখন বলছে ৭০ জনের পরই ভ্যাকসিন দেওয়া হবে না। ৩০ জন কী অন্যায় করল? তাহলে ১০০ লিখলেন কেন?।
শুধু কলকাতা নয়, অন্য জেলা থেকে ভ্যাকসিন নিতে এসেও খালি হাতে ফিরতে হ/ অনেককে। কলকাতা মেডিক্যাল কলেজে ভ্যাকসিন নিতে এসেছিলেন বর্ধমানের বাসিন্দা। তিনি বলেন, "বর্ধমান থেকে আসছি, আজ ডেট থাকা সত্ত্বেও পেলাম না, যদি বলেন নেই, তাহলে কাগজে দেননি কেন? ট্রেনে এসেছি জীবন হাতে নিয়ে।"
কিন্তু কেন এমনটা হচ্ছে? কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভ্যাকসিনেশন সেন্টারের কর্মী বলেন, একজনকে ২টো করে টোকেন ইস্যু করা হচ্ছে, কী করব বলুন, ভ্যাকশিন শর্ট পড়ছে। এই পরিস্থিতি আজ রাজ্যে এসে পৌঁছল ১ লক্ষ কোভ্যাকসিন