Operation Sindoor Live:'অপারেশন সিঁদুর' বদলা ! কোমর ভাঙা হল সন্ত্রাসবাদের, কত জঙ্গি ছিল ওইসব আস্তানায়?
২৬ জনকে খুনের বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল।

নয়াদিল্লি : ১৫দিনের মাথায় পহেলগাঁওয়ে হিন্দু পর্যটক নিধনের বদলা নিল ভারত। অপারেশন সিঁদুর-এ রাফাল দিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল বায়ুসেনা। ২৬ জনকে খুনের বদলা নিতে পাক অধিকৃত কাশ্মীরে এয়ারস্ট্রাইক করে জঙ্গিদের ৯টি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল।
কোথায় কত জঙ্গি ছিল বলে খবর ?
ভারতীয়সেনার কাছে খবর ছিল, ওই সব জঙ্গি ঘাঁটিতে ৯০০-র কাছাকাছি জঙ্গি ছিল ওই ঘাঁটিগুলিতে । বাহাওয়ালপুরে ঘাঁটিতে ২৫০ জঙ্গি ছিল। মুরিদকেতে হাজির ছিল ১২০ জন জঙ্গি । মুজফফরাবাদ ও কোটলিতে ২০০ জঙ্গি হাজির ছিল। শিয়ালকোট, গুলপুর, ভিমবের, চক আমরুর ঘাঁটিতে হামলার সময় ৩০০-র উপর জঙ্গি ছিল। এই ঘাঁটিগুলিকে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আসলে কত জঙ্গি খতম হয়ে থাকতে পারে, তা এখনও পর্যন্ত সেনার তরফে জানানো হয়নি।
ভারতের জবাব, মানল পাকিস্তান
এদিকে ভারতের এয়ারস্ট্রাইকের কথা স্বীকার করল পাকিস্তান। ৬টি জায়গায় ভারতের ২৪টি ক্ষেপণাস্ত্র হামলা বলে পাকিস্তান দাবি করেছে। পাক সেনার তরফে দাবি, ভারতের 'অপারেশন সিন্দুর' - এ হামলায় ৮ জন নিহত, আহত হয়েছেন ৩৫ জন। ভারতের প্রত্যাঘাতের কথা স্বীকার করেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। পাক অধিকৃত কাশ্মীরের কোটলিতে হিজবুলের ট্রেনিং সেন্টার ধ্বংস করে দেওয়া হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে মুজফ্ফরাবাদে লস্করের ট্রেনিং ক্যাম্প।
সেনার ব্রিফিং
ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছে, ‘কোনও পাকিস্তানি সামরিক ঘাঁটিকে টার্গেট করা হয়নি। টার্গেট স্থির এবং স্ট্রাইকের ক্ষেত্রে যথেষ্ট সংযম দেখিয়েছে ভারতীয় সেনা’। সকাল ১০টায় প্রত্যাঘাত নিয়ে প্রেস ব্রিফিং করবে ভারতীয় সেনা।
EAM S Jaishankar posts on 'X', "The world must show zero tolerance for terrorism."
— ANI (@ANI) May 7, 2025
#OperationSindoor pic.twitter.com/0NA6QtGs6t
মঙ্গলবারই এবিপি নেটওয়ার্কের সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সরকারের নীতি এখন 'নেশন ফার্স্ট' অর্থাৎ দেশই প্রথম। দিল্লির ভারত মন্ডপমে এবিপি নেটওয়ার্কের সামিটে পূর্বতন সরকারের সমালোচনা করে মোদি বলেন, আগে ভোটব্যাঙ্কের কথা ভেবে বড় পদক্ষেপ নেওয়া হত না। মোদি সরকারের 'নেশন ফার্স্ট' দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এদিনের ভাষণে তিনি একবারও পাকিস্তানের নাম নেননি, বলেননি পহেলগাঁওয়ের কথাও। তবে ঠারে ঠোরে বুঝিয়ে দিয়েছিলেন দেশ ও দেশের মানুষের কথাই প্রথম ভাববে সরকার। আর সেদিনই মধ্যরাতে দেশের মানুষের প্রত্যাশিত প্রত্যাঘাত করল ভারতীয় সেনা। মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেওয়া হল ।






















