Op Sindoor: উপলক্ষ Operation Sindoor, নিহত জওয়ানদের পরিবারের জন্য বিশেষ ভাবনা, মোটা টাকা দান করলেন প্রীতি
Preity Zinta: পঞ্জাব কিংসের কর্পারেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে কোটি টাকা দান করার কথা ঘোষণা করলেন প্রীতি জিন্টা।

জয়পুর: নিজেদের হোমগ্রাউন্ড মুল্লানপুর থেকে দূরে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামেই নিজেদের হোম ম্যাচ খেলেছে পঞ্জাব কিংস। গতকাল, ২৪ মে সেই ম্যাচে মাঠে নেমেছিল পঞ্জাব কিংস। সেইদিনই পঞ্জাব কিংসের কর্ণধার প্রীতি জিন্টা এক মহৎ কার্যের কথা ঘোষণা করলেন। পঞ্জাব কিংসের কর্পারেট সোশ্যাল রেসপনসিবিলিটি ফান্ড থেকে ১.১০ কোটি টাকা দান করার কথা ঘোষণা করলেন প্রীতি জিন্টা (Preity Zinta)।
আর্মি ওয়াইভস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই বিরাট অঙ্কের টাকা অনুদানের কথা জানান প্রীতি। নিহত জওয়ানদের স্ত্রী সহায়তা এবং তাঁদের সন্তানদের শিক্ষার জন্য এই টাকা ব্যবহৃত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়। ২২ এপ্রিল পহেলগাঁও আক্রমণের জবাবে অপরাশেন সিঁদুরের (operation Sindoor) পর এই মহৎ উদ্যোগ নেন প্রীতি জিন্টা। জয়পুরে সেনাদের পরিবারের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রীতি জিন্টা ভারতীয় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন।
প্রীতি জিন্টা বলেন, 'এটা অত্যন্ত সম্মানের এবং আমার মতে সাহসী সেনাবাহিনীর পরিবারের সাহায্য করা আমাদের দায়িত্বও বটে। আমাদের সেনাদের বলিদান, আত্মত্যাগের মূল্য আমরা কোনদিনই তেমনভাবে চোকাতে পারব না, তবে তাঁদের পরিবারের পাশে তো দাঁড়াতে পারি। তাঁদের এগিয়ে যেতে তো সাহায্য করতে পারি। আমাদের সেনাদের জন্য আমরা গর্বিত এবং দেশের রক্ষাকারীদের সমর্থনের বিষয়েও দৃঢ়প্রতিজ্ঞ।'
প্রসঙ্গত, আইপিএলের মাঝে কিন্তু পঞ্জাব কিংসের বাকি কর্ণধারদের সঙ্গে ঝামেলায় জড়িয়েছেন প্রীতি। সেই মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। ঘটনাটা ঠিক কী? ২১ এপ্রিল পঞ্জাব কিংসের দুই ডিরেক্টর নেস ওয়াদিয়া এবং মোহিত বর্মের আহ্বানে একটি অভূতপূর্ব সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। এই সাধারণ সভায় যে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয়, সেই নিয়েই যত বিবাদ। সভায় কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেড, পঞ্জাব কিংসের কর্ণধার সংস্থায় এক নতুন ডিরেক্টর হিসাবে মুনীশ খান্নাকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দলের অন্যতম কর্ণধার প্রীতি জিন্টার দাবি প্রথমত তো কোনও নিয়ম না মেনেই এই সভা আয়োজিত হয়। ১০ এপ্রিল এই সভার বিরোধিতা করে তিনি মেল করলেও তা মানা হয়নি। তবে তিনি ও আরেক ডিরেক্টর কর্ণ পাল শেষমেশ সভায় যান এবং সেখানে মুনীশের নিয়োগের বিরোধিতাও করেন। তব সেইসবে নাকি কর্ণপাত করা হয়নি। নেস ওয়াদিয়া ও বর্মন মিলে সাধারণ সভা আয়োজন করে নতুন ডিরেক্টর নিয়োগের সিদ্ধান্ত নেন। এই নিয়েই যত বিবাদ।
প্রীতি গোটা বিষয়ে ক্ষুব্ধ হয়ে এই সভা আইনিভাবে অবৈধ এই মর্মে চ্যালেঞ্জ করে মোহিত বর্মন ও নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চণ্ডীগড়ের এক কোর্টে মামলা করেন। নিজের আইনি নোটিসে প্রীতি দাবি করেন আদালত যেন এই সভাকে অবৈধ ঘোষণা করে খান্নাকে ডিরেক্টর হিসাবে নিয়োগ করাকে খারিজ করে। পাশাপাশি এই সভায় নেওয়া বাকি সমস্ত রকম সিদ্ধান্তেও স্থগিতাদেশ দেওয়ার আবেদন করেছেন পঞ্জাব কিংসের অন্যতম। এই নোটিসের দ্বারা প্রীতি ও কর্ণের অনুপস্থিতিতে যাতে এমন কোনও সভা না করা যায়, সেই বিষয়েও আবেদন করেছেন প্রীতি।






















