এক্সপ্লোর
Advertisement
Covid-19 vaccine; হায়দারাবাদের করোনা ভ্যাকসিন গবেষণাগার ঘুরে দেখবেন ৬০ এর ওপর বিদেশি রাষ্ট্রদূত
৬ নভেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতদের সঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা এবং টিকাকরণ নিয়ে বৈঠক করেছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মাসখানেকের মধ্যেই টিকা উৎপাদন ও ও গবেষণাকেন্দ্রে এই সফর। এই ধরনের সফর এই প্রথম হলেও, অদূর ভবিষ্যতে আরও কয়েকটি শহরে রাষ্ট্রদূতেরা যেতে পারেন বলেও খবর।
নয়াদিল্লি: করোনা টিকা তৈরির ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে ভারত। দেশের করোনা টিকা তৈরির দুটি গবেষণাগার ভারত বায়োটেক ও বায়োলজিকাল-ই আজ ঘুরে দেখবেন ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূতরা।
৬ নভেম্বর নয়াদিল্লিতে নিযুক্ত বিভিন্ন দেশের দূতদের সঙ্গে করোনা মোকাবিলায় কেন্দ্রের ভূমিকা এবং টিকাকরণ নিয়ে বৈঠক করেছিলেন বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মাসখানেকের মধ্যেই টিকা উৎপাদন ও ও গবেষণাকেন্দ্রে এই সফর। এই ধরনের সফর এই প্রথম হলেও, অদূর ভবিষ্যতে আরও কয়েকটি শহরে রাষ্ট্রদূতেরা যেতে পারেন বলেও খবর। সূত্রের মতে, এতদিন টিকা তৈরির উপর জোর দিলেও এবার তারা পাশাপাশি বিদেশের বাজার ধরার কাজটিও শুরু করে দিতে চাইছে নরেন্দ্র মোদি সরকার।
উৎপাদনের নিরিখে বিশ্বে সবেচেয়ে বেশি সংখ্যক টিকা তৈরি হয়েছে ভারতেই। ২৮ নভেম্বর দেশের তিন টিকা উৎপাদন কেন্দ্র ও গবেষণাগার ঘুরে দেখেন মোদি। আমদাবাদের জাইডাস বায়োটেক পার্ক,হায়দরাবাদে ভারত বায়োটেক এবং পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ঘুরে দেখেন তিনি। দেশে করোনা টিকার উৎপাদন, উন্নয়ন কোন পর্যায়ে রয়েছে, খতিয়ে দেখতেই প্রধানমন্ত্রী এই সফর করেন। ৩০ নভেম্বর একপ্রস্থ বৈঠক করেন তিনি। পুণে্র জেনোভা বায়োফার্মাসিউটিক্যালস লিমিটেড, হায়দরাবাদে বায়োলজিকাল ই লিমিটেড এবং ডঃ রেড্ডিস ল্যাবোরেটরিসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে করোনা টিকা তৈরি, তার বিলি বন্টন সংক্রান্ত নানান দিক উঠে আসে বলেই সূত্রের খবর।
সোমবারই করোনা টিকা কোভ্যাক্সিন জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া কাছে অনুমতি চেয়েছে ভারত বায়োটেক। এর আগে এই অনুমতি চেয়েছিল পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement