Bangladesh: নদিয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে চার-চারটি বাঙ্কারের হদিশ
ABP Ananda Live: প্রজাতন্ত্র দিবসের আগে নদিয়ার কৃষ্ণগঞ্জের এক-দেড় কিলোমিটার দূরে টুঙ্গি সীমান্তে চার-চারটি বাঙ্কারের হদিশ। লোকজনের চোখে ধুলো দিতে আম বাগানের ভিতরে তৈরি হয়েছিল ঘর। মাটির ওপরে ঘর, মাটির নীচে চুপিসাড়ে তৈরি করা হয়েছিল বাঙ্কার। বাঙ্কারের ভিতরে মিলেছে নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। মাজদিয়ার সুধীররঞ্জন লাহিড়ি কলেজের সামনে আম বাগানে BSF-পুলিশের মিলিত অভিযানে হদিশ বাঙ্কারের। প্রশ্ন উঠছে, শুধুমাত্র নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের জন্যেই কি বাঙ্কার তৈরি করা হয়েছিল? না কি এতগুলি বাঙ্কার তৈরির পিছনে ছিল অন্য রহস্য?
আজ থেকেই হাওয়া বদল, বাড়বে উত্তুরে হাওয়ার দাপট
আজ থেকেই হাওয়া বদল। বাড়বে উত্তুরে হাওয়ার দাপট। কাল থেকে ফের নামবে পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। পারদ-পতনের পর দু’-এক জায়গায় শীতল দিনের মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কাল থেকে মঙ্গলবারের মধ্যে চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। উত্তরবঙ্গে কুয়াশার দাপট। জাঁকিয়ে শীতের সম্ভাবনা এখন নেই। উল্টে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আগামী সপ্তাহের শেষে ফের তাপমাত্রা বাড়বে।






















