Pakistan International Airlines: চাকা ছাড়াই মাটি ছুঁল যাত্রীবোঝাই বিমান, চুরি গেল, না কি খুলে পড়ল মাঝ আকাশে? শুরু তদন্ত
Pakistan News: Pakistan International Airlines (PIA)-এর একটি অন্তর্দেশীয় বিমান অবতরণের সময়ই এই বিস্ময়কর ঘটনা ঘটে।

লাহৌর: ট্রেন-বাসের চেয়ে এতদিন বিমানযাত্রাকে নিরাপদ বলে ধরা হতো। কিন্তু যত দিন যাচ্ছে বিমানযাত্রা রীতিমতো বিভীষিকা হতে শুরু করেছে। পর পর বিমান দুর্ঘটনার খবর সামনে আসছে যখন, সেই সময় পড়শি দেশ পাকিস্তানেও বিমানযাত্রায় মহাবিপদে পড়তে হল যাত্রীদের। কারণ আকাশ থেকে মাটিতে নামার পর চোখে পড়ল বিমানের চাকাই গায়েব হয়ে গিয়েছে। আর সেই অবস্থাতেই বিমানবন্দরের মাটি ছুঁল বিমানটি। (Pakistan International Airlines)
Pakistan International Airlines (PIA)-এর একটি অন্তর্দেশীয় বিমান অবতরণের সময়ই এই বিস্ময়কর ঘটনা ঘটে। বিমানের চাকা কোথায় গেল, এখনও পর্যন্ত জানা যায়নি। চাকা চুরি গিয়েছে বলেও সোশ্যাল মিডিয়ায় দাবি করছেন কেউ কেউ। বিমান সংস্থা বিশদে কিছু খোলসা করেনি। বিমানটি যে নিরাপদেই মাটি ছুঁয়েছে, কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি, তার উপরই জোর দিচ্ছে তারা। (Pakistan News)
পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে Pakistan International Airlines-এর PK-306 বিমানটি করাচি থেকে লাহৌরের উদ্দেশে রওনা দেয়। করাচি থেকে বিমান ওড়ার সময় কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি। কিন্তু লাহৌর বিমানবন্দরে নামার পর দেখা যায় বিমানটির চাকা গায়েব। জানা যাচ্ছে, চাকা ছাড়াই কোনও রকমে লাহৌরের মাটি ছোঁয় বিমানটি।
সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে Pakistan International Airlines-এর এক মুখপাত্র জানান, করাচি থেকেই চাকা ছাড়া বিমানটি আকাশে উড়েছিল, না কি মাঝ আকাশে চাকা খুলে পড়ে যায়, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। করাচি বিমানবন্দরে বিমানটির চাকার কিছু টুকরো পাওয়া গিয়েছে বলে দাবি করেছেন তিনি। তাঁর বক্তব্য, "উড়ানের সময় পিছনের একটি চাকার অবস্থা ভাল ছিল না বলে জানা গিয়েছে। তবে নির্দিষ্ট সময়ে একেবারে মসৃণ ভাবেই অবতরণ করে বিমানটি। কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।"
বিমান সংস্থার মুখপাত্র জানান, যাত্রীরা ঠিকঠাক নেমে যান। এর পর বিমানের ক্যাপ্টেন বিমানটি পরিদর্শন করেন। তখনই চোখে পড়ে, প্রধান ল্যান্ডিং গিয়ারের ছয়টি চাকার মধ্যে একটি গায়েব। চাকা ছাড়া আকাশে বিমান ওড়ানো যায় না। সকলের নজর এড়িয়ে কী করে এমন ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন। বিমান সংস্থা জানিয়েছে, Pakistan International Airlines-এর নিরাপত্তা বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে। লাহৌর বিমানবন্দরের তদন্তকারীরাও তদন্ত করছেন। তদন্তের রিপোর্ট শীঘ্রই জমা পড়বে। জরুরি পরিস্থিতিতেও যাতে কোনও অসুবিধা না হয়, সেই মতোই তৈরি হয়েছির বিমানের সরঞ্জাম। তাই যাত্রীদের বিপদে পড়তে হয়নি বলে দাবি করেছে বিমান সংস্থা। কিন্তু তাদের বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ উঠছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
