Kashmir News: কাশ্মীর হামলা নিয়ে চরম হুঁশিয়ারি ভারতের! জরুরি বৈঠক বসছে পাকিস্তানে! বড় কোনও সিদ্ধান্ত?
India Pakistan News: প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন বলে সূত্রের খবর

নয়া দিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর, এবার পাকিস্তানের ওপর কূটনৈতিক স্ট্রাইক করল ভারত। বুধবার একসঙ্গে পাঁচ-পাঁচটি কঠোর পদক্ষেপ নিল মোদি সরকার। স্থগিত করা হল ১৯৬০-র সিন্ধু জল চুক্তি। বন্ধ করে দেওয়া হল আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। দুই দেশের হাই কমিশনের সদস্য সংখ্যা কমানোরও সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
এই প্রেক্ষাপটে জরুরি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক ঘোষণা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, এমনটাই বলা হয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠক ডেকেছেন বলে সূত্রের খবর। জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির জন্য পাকিস্তানের সর্বোচ্চ ফোরাম এনএসসিতে প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার সদস্য, সামরিক প্রধান এবং গোয়েন্দা কর্মকর্তারা রয়েছেন। সেই বৈঠকে নেওয়া হতে পারে কোনও বড় সিদ্ধান্ত। ভারত সরকারের বিবৃতির জবাব দিতেই বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী মহম্মদ শাহবাজ শরিফ, এমনটাই সূত্রের খবর।
পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর কড়া অবস্থান ঘোষণা করেছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার সতর্ক হল পাকিস্তানও। ইতিমধ্যেই পাকিস্তান লাইন অফ কন্ট্রোলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এর আগে ২০১৯ সালে বালাকোট এবং ২০১৬ সালের সার্জিক্যাল স্ট্রাইকের কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নিয়েছে পাকিস্তান।
মঙ্গলবার দুপুরে, কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের হাতে ২৫ জন হিনদু পর্যটক ও একজন স্থানীয় বাসিন্দার মৃত্যুর পর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। এই ঘটনার জন্য যারা দায়ী খুব শিগগিরই তারা যোগ্য জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর বৈঠকে বসে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি বা CCS। বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ দিক থেকে পাকিস্তানকে প্রত্যাঘাত করল ভারত। স্থগিত করা হল ১৯৬০-র সিন্ধু জল চুক্তি। বন্ধ করে দেওয়া হল আটারি-ওয়াঘা সীমান্ত। বাতিল করা হল পাকিস্তানের নাগরিকদের ভিসা। পাকিস্তানি নাগরিক যারা ভিসা নিয়ে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্য়ে ভারত ছাড়তে বলা হচ্ছে। দুই দেশের হাই কমিশনের সদস্য সংখ্যাও কমানোরও সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।






















