Pakistan Google Trends: পহেলগাঁওয়ে হামলার পরই Google-এ এসব সার্চ করছে পাক নাগরিকরা! চাঞ্চল্যকর তথ্য সামনে
Google Search: গুগল ট্রেন্ডস অনুসারে, 'পহেলগাঁও অ্যাটাক', 'কাশ্মীর অ্যাটাক', 'মোদি', 'ভারতের প্রতিশোধ' এবং 'জম্মু' এর মতো কীওয়ার্ডগুলি পাকিস্তানের অভ্যন্তরে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে

নয়া দিল্লি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও জঙ্গি হামলায় রক্তাক্ত ভূস্বর্গ। হামলার তথ্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে, পাকিস্তানি সোশ্যাল মিডিয়া এবং গুগল সার্চে ভারতীয় নেতাদের, বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম বারবার দেখা হয়েছে বলেই জানা যাচ্ছে।
গুগল ট্রেন্ডস অনুসারে, 'পহেলগাঁও অ্যাটাক', 'কাশ্মীর অ্যাটাক', 'মোদি', 'ভারতের প্রতিশোধ' এবং 'জম্মু' এর মতো কীওয়ার্ডগুলি পাকিস্তানের অভ্যন্তরে সবচেয়ে বেশি সার্চ করা হচ্ছে। বিশেষ করে, 'পহেলগাঁও' শব্দটি পাকিস্তানে তৃতীয় স্থানে ট্রেন্ডিং করছিল, যা ইঙ্গিত দেয় যে সাধারণ পাকিস্তানি নাগরিকরাও এই ঘটনা এবং এর পরে ভারতের সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছেন।
কেবল গুগল সার্চই নয়, পাকিস্তানের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন এক্স (পূর্বে টুইটার), ফেসবুক এবং ইউটিউবেও এই বিষয়ে প্রচুর আলোচনা দেখা যাচ্ছে। পাকিস্তানে #PahalgamTerroristAttack এবং #Modi এর মতো হ্যাশট্যাগ ট্রেন্ডিং করছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা গুগল সার্চের স্ক্রিনশট শেয়ার করেছেন যা স্পষ্টভাবে দেখায় যে পাকিস্তানি সোশাল মিডিয়া ভারতের সামরিক প্রতিক্রিয়া সম্পর্কিত তথ্য নিয়ে সবসময় সার্চ করে চলেছে।
কিছু ইউজার তাদের পোস্টে এই আশঙ্কাও প্রকাশ করেছেন যে ভারত, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদি, এই হামলার প্রতিক্রিয়ায় কোনও বড় সামরিক পদক্ষেপ নিতে পারেন। এই প্রেক্ষাপটে, পুলওয়ামা এবং বালাকোটের মতো পুরনো ঘটনাগুলিও বারবার সার্চ হচ্ছে সে দেশে।
এদিকে পহেলগাঁও হামলার পর ভারতের পাল্টা 'সোশাল' অ্যাকশন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এবার সোশাল মিডিয়াতেও পাকিস্তানকে বয়কট করল ভারত। এ দেশে পাক সরকারের X হ্যান্ডল বন্ধ করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই পাকিস্তানকে জবাব দিতে ৫টি বড় পদক্ষেপ করেছে ভারত। এবার পাক সরকারের X হ্যান্ডল ব্লক করা হল।
অন্যদিকে, পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ২৬ জন। জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ তদন্ত চালাচ্ছে NIA. সূত্রের খবর, জঙ্গিদের সঙ্গে স্থানীয়দের যোগসাজশ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সন্দেহভাজনদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে NIA. গত কয়েকদিনের বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট খতিয়ে দেখা হচ্ছে। পহেলগাঁওয়ের জঙ্গিদের সম্পর্কে আরও বেশি তথ্য জোগাড় করতে চিকিৎসকদের অনুমতি নিয়ে আহতদের বয়ান রেকর্ড করার চেষ্টা চলছে। জঙ্গি হামলার ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
