এক্সপ্লোর
উত্তরপ্রদেশে কোভিড-১৯ রুখতে সঠিক পদক্ষেপ করেছেন আদিত্যনাথ, প্রশংসা পাকিস্তানি সাংবাদিকের
লিখেছেন, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পাকিস্তানের থেকে মৃত্যুহার যেমন কম, তেমনই তরুণরা সংখ্য়ায় বেশি, মাথাপিছু জিডিপি বেশি হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে অধিক মৃত্যু হয়েছে। সঠিকভাবে বিষয়টা বুঝতে গেলে আমাদের জানা উচিত, কোথায় উত্তরপ্রদেশ ঠিক, মহারাষ্ট্র কোথায় ভুল।
![উত্তরপ্রদেশে কোভিড-১৯ রুখতে সঠিক পদক্ষেপ করেছেন আদিত্যনাথ, প্রশংসা পাকিস্তানি সাংবাদিকের Pakistani journalist praises Yogi Adityanath governments strict implementation of lockdown during COVID-19 crisis, tweets, Uttar Pradesh did it right উত্তরপ্রদেশে কোভিড-১৯ রুখতে সঠিক পদক্ষেপ করেছেন আদিত্যনাথ, প্রশংসা পাকিস্তানি সাংবাদিকের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/05/07175558/yogi-adityanath-meets-advani_e09f377c-0ecf-11e7-9152-693fb265b0f1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: অবিশ্বাস্য, অপ্রত্যাশিত হলেও সত্যি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে নোভেল করোনাভাইরাসের মোকাবিলা করেছেন, তার প্রশংসা করলেন পাকিস্তানের প্রথম সারির সংবাদপত্র ডন-এর সম্পাদক ফাওয়াদ হুসেন। নিজের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডলে উত্তরপ্রদেশে করোনা সংক্রমণ ঠেকাতে আদিত্যনাথ সরকারের লকডাউন কঠোর হাতে প্রয়োগ করার প্রশংসা করেছেন তিনি, সমালোচনা করেছেন মহারাষ্ট্র সরকারের। এমনকী ফাওয়াদ তাঁর নিজের দেশের সরকারকেও করোনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগে দায়ী করেছেন। পাকিস্তান ও উত্তরপ্রদেশে করোনায় মৃতের সংখ্যার তুলনা করে একটি গ্রাফ ট্যুইট করে দেখাতে চেয়েছেন মারণ ভাইরাস রোধে কে কী করেছে, তার কী ফলই বা হয়েছে।
Look at this graph carefully. It compares death rate of Pakistan and Indian state of UP. Both have roughly same population profile & literacy. Pakistan has lesser density/km and higher GDP/capita. UP was strict with lockdown. We were not. See diff in death rate #COVIDー19
(1/2) pic.twitter.com/so8SgEtjCw
— Fahd Husain (@Fahdhusain) June 7, 2020
লিখেছেন, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে পাকিস্তানের থেকে মৃত্যুহার যেমন কম, তেমনই তরুণরা সংখ্য়ায় বেশি, মাথাপিছু জিডিপি বেশি হওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে অধিক মৃত্যু হয়েছে। সঠিকভাবে বিষয়টা বুঝতে গেলে আমাদের জানা উচিত, কোথায় উত্তরপ্রদেশ ঠিক, মহারাষ্ট্র কোথায় ভুল।
ফাওয়াদের দেখানো গ্রাফে পাকিস্তানের জনসংখ্যা ২০.৮ কোটি, উত্তরপ্রদেশের ২২.৫ কোটি। জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও পাকিস্তানের তুলনায় কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা উত্তরপ্রদেশে কম। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ কঠোর ভাবে লকডাউন কার্যকর করেছে, আমরা করিনি।
মেসেজ দ্যাট ম্যাটার নামে একটি বিস্তারিত নিবন্ধ লেখার পরদিনই এই ট্যুইট করেন তিনি। সেই নিবন্ধে তিনি আলোচনা করেন, কীভাবে ইমরান খানের সরকার করোনাভাইরাস অতিমারী সামলাতে গিয়ে হাবুডুবু খাচ্ছে, আর সঙ্কট মোকাবিলায় কী-ই বা করা উচিত তাদের।
পাকিস্তানে করোনা সংক্রমণ এখনও পর্যন্ত এক লাখ ছাড়িয়েছে, ৩৪৩৫৫জন সুস্থ হয়েছে,মারা গিয়েছে ২ হাজারের বেশি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)