Pahalgam Incident: 'পাকিস্তানে কেউ নেই আমার, একজন ভারতীয় হিসেবে এখানেই থেকে যেতে চাই, দয়া করে আমায় থাকতে দিন'
Pahalgam Incident: তিন দশকের বেশি সময় ধরে সারদা বাই রয়েছেন ভারতে। ৩৫ বছর ধরে সংসার করছেন এ দেশে। ভোটার কার্ড রয়েছে। তবে বহুবার আবেদনেও মেলেনি ভারতীয় নাগরিকত্ব। তাঁকে পাকিস্তানে ফিরে যেতে বলা হয়েছে।

Pahalgam Incident: পহেলগাঁওয়ের জঙ্গি হামলা যে শুধু ২৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে তাই নয়, এর জেরে আমূল বদলে যেতে চলেছে প্রচুর সাধারণ মানুষের জীবন। তাঁদের মধ্যে একজন সারদা বাই। পাকিস্তানের নাগরিক। বিয়ে হয়েছিল ভারতে। ৩৫ বছর ধরে এদেশেই সংসার তাঁর। কিন্তু পহেলগাঁও হামলার পরবর্তী ভারত সরকার যে কয়েকটি কড়া পদক্ষেপ পাকিস্তানের বিরুদ্ধে নিয়েছে, সেই অনুসারে বাতিল করা হয়েছে সারদা বাইয়ের ভিসা। এবার তাঁকে ফিরে যেতে হবে পাকিস্তানে। বর্তমানে সারদা বাই ওড়িশার বাসিন্দা। সেখানকার পুলিশ ইতিমধ্যেই বৃদ্ধাকে জানিয়েছেন যে তাঁকে ফিরে যেতে হবে পাকিস্তানে। আর যদি তিনি না যান তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে তাঁর বিরুদ্ধে। প্রসঙ্গত উল্লেখ্য, গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছে। জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন সাধারণ পর্যটক। একজন স্থানীয় যুবক, টাট্টু ঘোড়াচালক। পর্যটকদের ধর্মীয় পরিচয় জেনে বেছে বেছে হিন্দু পুরুষদের নিশানা করে মাথায় গুলি করে খুন করেছে জঙ্গিরা।
হিন্দু পরিবারে বিয়ে হয়েছিল সারদা বাইয়ের। ওড়িশার বোলানগিরের মহেশ কুকরেজার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন সেই কত বছর আগে। তারপর ছেলেমেয়ে হয়েছে। এখন তো আবার তিনি কারও ঠাকুমা, কারও দিদা। নাতি, নাতনিও রয়েছে তাঁর। ছেলেমেয়ে এবং তাঁদের পরবর্তী প্রজন্ম ভারতীয় নাগরিক। কিন্তু বহুবার আবেদনের পরেও, এমনকি ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও সারদা ভারতীয় নাগরিকত্ব পাননি। তাই এখন সব পিছুটান ছেড়ে পাকিস্তানে ফিরতে চান না তিনি। থেকে যেতে যান এই দেশেই। সরকারের কাছে মিনতি জানিয়েছেন সারদা বাই। তাঁকে যেন পরিবারের থেকে আলাদা করা না হয় সেই আর্জিই জানিয়েছেন। তিন দশকেরও বেশি সময় ধরে ভারতে রয়েছেন তিনি। বাকি জীবনটাও এখানেই 'একজন ভারতীয়' হিসেবেই থেকে যেতে চান।
যে বাড়িতে ২৫ বছরের সংসার রয়েছে, যে বাড়িটাকে আপন ভাবেন, সেখান থেকে যেতে চান না সারদা। তিনি জানিয়েছেন, পাকিস্তানে কেউ নেই তাঁর। তাই জোড় হাতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তাঁকে যেন পাকিস্তানে পাঠানো না হয়। সারদা বলেছেন, 'প্রথমে কোরাপুটে ছিলাম। তারপর বোলানগিরে আসি। পাকিস্তানে কেউ নেই আমার। আমার পাসপোর্টও অনেক পুরনো। সরকারের কাছে করজোড়ে অনুরোধ দয়া করে আমায় এখানে থাকতে দিন। আমার দুই প্রাপ্তবয়স্ক সন্তান, নাতি-নাতনি রয়েছে। আমি এখানে একজন ভারতীয় হিসেবেই থাকতে চাই।' সরকারের কাছে সারদা বাইয়ের এমন কাতর আর্জির আদৌ কী ফল হবে তা জানা নেই। বোলানগির পুলিশের তরফে জানানো হয়েছে তারা আইনি ব্যবস্থা নেবে।






















