Panchayat Election Result: জঙ্গলমহলে হোঁচট বিজেপির, বুথে বুথে ফুটল ঘাসফুল
Panchayat Poll:২০১৮-এর পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের চার জেলায় তৃণমূলকে ধাক্কা দিয়ে উঠে এসেছিল বিজেপি। সেই জেলাতেই হোঁচট খেল পদ্ম শিবির।
আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও সুকান্ত মজুমদার: গ্রামের বুথে বুথে ফুটল জোড়াফুলই। ত্রিস্তরীয় পঞ্চায়েতের সবস্তরেই বিরোধীদের পিছনে ফেলে বহু এগিয়ে তৃণমূল। গত লোকসভা ভোটের সময় থেকেই জঙ্গলমহল এলাকা বিজেপির খাসতালুকে পরিণত হয়েছিল। সেখানেই পঞ্চায়েত ভোটে ঘাসফুল ফোটাল তৃণমূল। ২০১৮-এর পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলের চার জেলায় তৃণমূলকে ধাক্কা দিয়ে উঠে এসেছিল বিজেপি। সেই জেলাতেই হোঁচট খেল পদ্ম শিবির।
আপাতত শেষ হওয়া গণনা অনুযায়ী, প্রত্য়েকটি স্তরেই বিরোধীদের থেকে অনেক এগিয়ে তৃণমূল। ২০১৯-এ যে জঙ্গলমহল কার্যত বিজেপির গড়ে পরিণত হয়েছিল, সেখানেও পঞ্চায়েত ভোটে তৃণমূলেরই জয়জয়কার। একুশের বিধানসভা ভোটের মতো, এবারও বিজেপির ধস অব্য়াহত। ২০১৯-এর লোকসভা ভোটের ফলের নিরিখে। জঙ্গলমহলের ৪ জেলার ৪০টি বিধানসভা আসনের মধ্যে ৩০টিতেই লিড ছিল বিজেপির। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই ৪০ আসনের মধ্যে তৃণমূল ২৪টিতে আর বিজেপি ১৬টি আসনে জেতে।
পঞ্চায়েত ভোটে জঙ্গলমহলে বিজেপিকে আরও পিছনে ফেলে দিয়েছে তৃণমূল। এখনও অবধি যা গণনা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। জঙ্গলমহলের এই চার জেলাতেই গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি জয়ের নিরিখে অনেক এগিয়ে রয়েছে তৃণমূল।
ঝাড়গ্রামের ৭৯টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৬৫টিতে জিতেছে তৃণমূল। কুড়মি সমর্থিত নির্দলরা জিতেছে ২টিতে। ১২টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। ২০১৮ সালে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক পুরোটাই বিজেপির দখলে ছিল। ৭টা গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৬টাই ছিল বিজেপির দখলে। এবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের ৭টা গ্রাম পঞ্চায়েতেই জিতেছে তৃণমূল। গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকেও ৪টে গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল। বিনপুর ব্লকে ৯টা এবং আদিবাসী অধ্য়ুষিত জামবনি ব্লকের ৯টা গ্রাম পঞ্চায়েত গেছে তৃণমূলের দখলে। সেখানে ২-১টা আসনে জিতলেও, বিজেপি এবার কোনও গ্রাম পঞ্চায়েত পায়নি।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, 'বাক্স পাল্টেছে। কোনদিন সত্যি এলে সামনে সব জানতে পারবেন। বিভিন্ন জেলাশাসক বিডিও তাদের দিয়ে বাক্স বদল করা হয়েছে। এই ফল আসল ফল নয়।' তৃণমূল বিধায়ক তাপস রায় এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন। উন্নয়ন দেখেই সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন বলে দাবি তৃণমূলের। যদিও লোকসভা ভোটের পর থেকে জঙ্গলমহলে বিজেপির ফল ক্রমশ নিম্নগামী হওয়ায় একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, জঙ্গলমহলের গড় কি হাতছাড়া হতে চলেছে তাদের? পঞ্চায়েত ভোটের ফল উস্কে দিল সেই প্রশ্ন।
আরও পড়ুন: গণনার শেষ পর্বে ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু ISF কর্মীর