Parliament News : আজ বাদল অধিবেশনের শেষদিন, সংবিধান সংশোধনী বিল ও SIR ইস্যুতে উত্তাল হতে পারে সংসদ
Constitutional Amendment Bill And SIR Issue In Parliament : সংবিধান সংশোধনী বিল ও SIR, দুই ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ

নয়াদিল্লি: আজ বাদল অধিবেশনের শেষদিন। সংবিধান সংশোধনী বিল ও SIR, দুই ইস্যুতে আজও উত্তাল হতে পারে সংসদ। সংবিধান সংশোধনী বিল নিয়ে আজও উত্তাল হতে পারে সংসদ। SIR নিয়ে হইচই হতে পারে রাজ্যসভায়। স্বচ্ছ ভোট নিয়ে আশঙ্কা জানিয়ে রাজ্যসভায় নোটিস জমা দিলেন কংগ্রেস সাংসদ অখিলেশ প্রসাদ সিংহ। লোকসভার পর রাজ্যসভাতে আজ অনলাইন গেমিং বিল পাস করাবে সরকার।
আরও পড়ুন, বেহালার বকুলতলায় বৃদ্ধার রহস্যমৃত্যু, বাড়ির বারান্দা থেকে উদ্ধার হল অগ্নিদগ্ধ দেহ !
৫ বছরের শাস্তিযোগ্যো অপরাধে গ্রেফতার হয়ে ৩০ দিন হেফাজতে থাকলেই যাবে মন্ত্রিত্ব। সংবিধান সংশোধনী বিল পেশের পিছনে এজেন্সি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতারির চক্রান্ত দেখছে কংগ্রেস। গুজরাতের মন্ত্রী থাকাকালীন, যখন গ্রেফতার করা হয়েছিল, তখন নৈতিকতা ছিল না? অমিত শাহকে প্রশ্ন কংগ্রেসের। গ্রেফতার হওয়ার আগে আমি নৈতিকতাকে মূল্য দিয়ে ইস্তফা দিয়েছিলাম, জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল থেকে মণীশ সিশোদিয়া কিংবা সত্য়েন্দ্র জৈন জেলে বসে মুখ্য়মন্ত্রী কিংবা মন্ত্রীর দায়িত্ব পালনের নজির সাম্প্রতিককালে একাধিকবার মিলেছে!এই আবহেই সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেন অমিত শাহ। এই বিল অনুযায়ী যদি কেন্দ্র বা রাজ্যের কোনও মন্ত্রী, যিনি ৫ বছর বা তার বেশি কারাদণ্ডের শাস্তিযোগ্য অপরাধের অভিযোগে গ্রেফাতার হন এবং ৩০ দিন হেফাজতে থাকেন, তাহলে হেফাজতে নেওয়ার ৩১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী তাঁকে তার পদ থেকে অপসারণ করবেন রাষ্ট্রপতি।
যদি ৩১ দিনের মধ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ রাষ্ট্রপতির কাছে না পৌঁছয়, তাহলেও ৩০ দিন পর থেকে তিনি আর মন্ত্রী থাকবেন না। দেশের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও যদি একই রকম ঘটনা ঘটে, তাহলে এই ধরনের গ্রেফতার এবং হেফাজতের ক্ষেত্রে ৩১তম দিনের মধ্যে তাঁকে পদত্যাগপত্র জমা দিতে হবে। পাশাপাশি, যে কোনও রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের ক্ষেত্রেও এই আইন প্রযোজ্য হবে।
অপরদিকে, ভোটার তালিকায় বিশেষ সংশোধন ঘিরে জাতীয় রাজনীতি উত্তাল গত কয়েকদিনে। পশ্চিমবঙ্গেও তোড়জোড় চলছে চরমে। এই আবহে, সোমবার ভোটার তালিকায় বিশেষ সংশোধনে কোনও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। 'ভোট চুরি' বিতর্কে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর পাশেও দাঁড়ান তিনি। যা ঘিরে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।






















