Parliament Monsoon Sessions : বাদল অধিবেশন আসতে পারে ৩১ বিল ! মণিপুর, রেল সুরক্ষা নিয়ে আলোচনা দাবি বিরোধীদের
Parliament : মণিপুর ইস্যু থেকে রেলের সুরক্ষা। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সরব হতে পারেন বিরোধীরা।
নয়াদিল্লি : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাদল অধিবেশন (Parliament Monsoon Sessions)। সংসদে ১৭ দিনের বাদল অধিবেশনে আসতে পারে ৩১ টি বিল ! যার মধ্যে রয়েছে বহু চর্চিত ডিজিট্যাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (Digital Data Protection Bill) থেকে দিল্লির প্রশাসনিক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল। যা নিয়ে সংসদে ঝড় ওঠার প্রবল সম্ভাবনা। কিন্তু কেন্দ্রের একাধিক বিল নিয়ে আসার আগেই বিরোধীরা একাধিক ইস্যুতে সরব হতে পারেন।
মণিপুর ইস্যু (Manipur Violence) থেকে রেলের সুরক্ষা। বেকারত্ব থেকে মূল্যবৃদ্ধি একাধিক ইস্যুতে আলোচনা চেয়ে সরব হতে পারেন বিরোধীরা। মণিপুরের যে ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে, তা নিয়ে বাদল অধিবেশনের প্রথম দিনে সংসদ মুলতুবি রাখার প্রস্তাবও রাখতে পারেন বিরোধীরা। অধিবেশন শুরুর কয়েকদিন আগেই সরকার ও বিরোধী পক্ষ জোট বেঁধে বৈঠকে বসেছিল।
লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট তৈরি করে পাটনার পর বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল ২৬ টি রাজনৈতিক দল। যেখানে বিরোধী জোটের নাম স্থির হয় 'INDIA'। (I - Indian, N - National, D - Developmental, I - Inclusive, A - Alliance ) এদিকে, বিরোধীদের পাল্টা শক্তি পরীক্ষার বার্তা দিয়ে বিজেপির নেতৃত্বে এনডিএ-র ৩৮ দল বৈঠকে বসেছিল। মঙ্গলবার যে দুই মেগা বৈঠক নিয়ে নজর ছিল জাতীয় রাজনীতিমহলের।
এদিকে, আজ থেকে শুরু হতে চলা বাদল অধিবেশনের প্রাক্কালে বুধবার বসেছিল সর্বদলীয় বৈঠক। যেখানে ৩৪ টি রাজনৈতিক দলের ৪৪ জন প্রতিনিধি আলোচনায় বসেছিলেন। আগামী ১১ অগাস্ট পর্যন্ত বাদল অধিবেশন যাতে সুষ্ঠভাবে চলে, সেব্যাপারেই সব দল আশ্বস্ত করেছে বলেই বৈঠকের শেষে জানিয়েছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial