Ambareesh Murty: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু Pepperfry'র সহ-প্রতিষ্ঠাতা অম্বরীশ মূর্তির
Pepperfry Co-Founder:পেপারফ্রাইয়ের অন্য এক সহ-প্রতিষ্ঠাতা আশীস শাহ এই মৃত্যুর খবরটি জানিয়েছেন।
নয়া: সোমবার লেহতে (Leh) হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে মৃত্যু হল পেপারফ্রাই (Pepperfry) সংস্থার সহ প্রতিষ্ঠাতা অম্বরীশ মূর্তির (Ambareesh Murty)। পেপারফ্রাইয়ের অন্য এক সহ-প্রতিষ্ঠাতা আশীস শাহ এই মৃত্যুর খবরটি জানিয়েছেন।
মাত্র ৫১ বছর বয়সেই থামল জীবনের চাকা। বন্ধু অম্বরীশের মৃত্যুর খবর সোশাল মিডিয়া 'এক্স'-এ শেয়ার করেছেন আশীস। তিনি লিখেছেন, 'আমার বন্ধু, পরামর্শদাতা, অম্বরীশ মূর্তি আর নেই। এতটা বিধ্বস্থ যে কথা বলা অবস্থায় আমি নেই। গতকাল রাতে লেহতে হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়। পরিবার ও পরিজনদের ঈশ্বর সাহায্য করুন। আমি সমবেদনা রইল।'
Extremely devastated to inform that my friend, mentor, brother, soulmate @AmbareeshMurty is no more. Lost him yesterday night to a cardiac arrest at Leh. Please pray for him and for strength to his family and near ones. 🙏
— Ashish Shah (@TweetShah) August 8, 2023
কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের প্রাক্তন ছাত্র ছিলেন অম্বরীশ। ২০১২-তে মুম্বইতে হোম ডেকর সংস্থাটি প্রতিষ্ঠা করেন তিনি। এরপর ebay সংস্থার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। তারপর পেপারফ্রাই সংস্থার সঙ্গে যুক্ত হন তিনি।
আরও পড়ুন, ঊর্ধ্বমুখী Paytm শেয়ার, বাড়ছে দাম, কারণ কী
অন্যদিকে, অম্বরীশের মৃত্যুতে ব্যবসায়ীক মহলেও শোকের ছায়া নেমেছে। ক্যাশকারোর সহ-প্রতিষ্ঠাতা স্বাতী ভার্গব এক্স-মাধ্যমে জানিয়েছেন, 'হৃদরোগে আক্রান্ত হয়ে @AmbareeshMurty-এর আকস্মিক মৃত্যুর কথা শুনে আমি বাক্যহারা। অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি। অম্বরীশের মতো উদ্যোক্তা অনেকের জন্য অনুপ্রেরণা। তাঁর সেই চিন্তাভাবনাকে আগামী দিনে বহন করে চলুক পেপারফ্রাই।'
So sad & shocking to hear of @AmbareeshMurty's sudden demise due to cardiac arrest. May his soul rest in peace. An amazing entrepreneur & inspiration to many... may his legacy with @Pepperfry live on 🙏 #RIP
— Swati Bhargava (@Swats26) August 8, 2023
২০১২ তে মুম্বইতে প্রথম যাত্রা শুরু পেপারফ্রাইয়ের। বর্তমানে ৫০০টি শহরে আসবাবপত্র সরবরাহ করে চলেছে এই সংস্থা। ২০টি শহরে এদের গোডাউন রয়েছে। তাছাড়া ৬০টিরও বেশি স্টুডিও আছে। Crunchbase অনুযায়ী, ২০১২ তে যাত্রা শুরুর পর থেকে এখনও পর্যন্ত ২৪৫.৩ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৭৭০ কোটি টাকা) মুনাফা অর্জন করেছে।