Tipura News:দশমীর ভোরে নৃশংসভাবে খুন স্ত্রী ও শাশুড়ি, ধৃত ব্যক্তি
Tipura Murder: দশমীর দিন ভোরে স্ত্রী ও শাশুড়িকে ধারালো দা দিয়ে খুন করল এক ব্যক্তি। ধৃতের নাম সমরজিৎ চৌধুরী।
প্রসেনজিৎ সাহা, মধুপুর: দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন যখন সবাই একে অপরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। ছোটরা প্রণাম করে বড়দের। অন্যদিকে বড়রা আশীর্বাদ করেন ছোটদের। সেই সময় নিজের স্ত্রী ও শাশুড়িকে নৃশংসভাবে খুন করল এক ব্যক্তি। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ওএনজিসি নেতাজিনগর এলাকায় অভিযুক্ত সমরজিৎ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ভোর চারটে নাগাদ তনুশ্রী আচার্য নামে ৩৪ বছরের এক যুবতী পুজো দেখে নিজের বাড়িতে ঢুকছিলেন। বাড়িতে গেট দিয়ে ঢোকার সময় আচমকা সমরজিৎ চৌধুরী ধারালো দা নিয়ে তনুশ্রীর গলায় সজোরে কোপ বসায়। হঠাৎ এই ঘটনা ঘটায় প্রথমে হকচকিয়ে যায় তনুশ্রী। তারপর যন্ত্রণায় চিৎকার করতে শুরু করেন। মেয়ের চিৎকারে ছুটে আসেন বাড়ির গেটে ছুটে আসেন ৫১ বছরের সোমা আচার্য। তাঁকে ধারালো দা দিয়ে কোপ মারে সমরজিৎ। এর জেরে ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হয় মা ও মেয়ে। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে মধুপুর চলে আসে অভিযুক সমরজিৎ। খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করে। শুরু হয় অভিযুক্ত সমরজিতের খোঁজে তল্লাশি। খবর আসে মধুপুরে লুকিয়ে আছে সমরজিৎ। তার ভিত্তিতে মধুপুরে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
ধৃতকে প্রাথমিক জেরার পর জানা গেছে, তনুশ্রী আচার্য এবং সমরজিৎ চৌধুরী দেড় বছর ধরে আলাদা থাকতেন। তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল আদালতে। সমরজিৎ মধুপুরে থাকলেও তনুশ্রী আচার্য ONGC নেতাজিনগর এলাকায় বাপেরবাড়িতে থাকতেন। অন্যদিকে তাঁর দুই ছেলে থাকে স্বামী সমরজিৎ চৌধুরীর কাছে। শনিবার বিকেলে তনুশ্রী ফেসবুকে দুই যুবকের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন। যা দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে সমরজিৎ। তারপর স্ত্রীকে খুনের পরিকল্পনা করে সে। তারপর রাতেই শ্বশুরবাড়িতে এসে লুকিয়ে থাকে।আর ভোরে তনুশ্রী নিজের বাড়িতে ঢোকার সময় তাঁকে ধারালো দা-কে কোপ মারে সমরজিৎ।
এপ্রসঙ্গে ত্রিপুরা পশ্চিম জেলার পুলিশ সুপার ডাঃ কিরণ কুমার জানান, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে মা ও মেয়েকে খুনের অভিযোগে সমরজিৎ-কে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্ত জানা গেছে দুটি ছেলের সঙ্গে স্ত্রী তনুশ্রীর ছবি দেখে ক্ষিপ্ত হয়ে উঠেছিল সমরজিৎ। সেই কারণে স্ত্রীকে খুন করার পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী শনিবার রাতে শ্বশুরবাড়িতে এসে সবার অলক্ষ্যে লুকিয়ে ছিল। স্ত্রী বাড়ির গেটে আসতেই আচমকা তাঁর সামনে এসে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। তবে শাশুড়ি সোমা আচার্যকে খুন করার কোনও পরিকল্পনা তার ছিল না বলে পুলিশকে জানিয়েছে সমরজিৎ। স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করার জন্যই সোমাদেবী খুন করতে বাধ্য হয় সে। অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।