এক্সপ্লোর
Advertisement
দেওয়ালিতে সেনা জওয়ানদের স্যালুট জানাতে প্রদীপ জ্বালান, বললেন মোদি, সেলাম করছি, ট্যুইট রাহুলের
জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য ওঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে কোনও ভাষা, শব্দই যথেষ্ট নয়। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জওয়ানদের পরিবারগুলির প্রতিও কৃতজ্ঞ আমরা। বললেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: দেওয়ালির আলোর উত্সবে সীমান্ত পাহারা দেওয়া সেনা জওয়ানদের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে। যেদিন জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন সেক্টরে নির্বিচারে কোনও প্ররোচনা ছাড়াই পাকিস্তানি সেনাবাহিনীর হামলায় কয়েকজন ভারতীয় জওয়ান নিহত হলেন, সেদিনই প্রধানমন্ত্রী ট্যুইট করে এবারের দেওয়ালিতে প্রহরারত জওয়ানদের জন্যও প্রদীপ জ্বালাতে বললেন দেশবাসীকে।
This Diwali, let us also light a Diya as a #Salute2Soldiers who fearlessly protect our nation. Words can’t do justice to the sense of gratitude we have for our soldiers for their exemplary courage. We are also grateful to the families of those on the borders. pic.twitter.com/UAKqPLvKR8
— Narendra Modi (@narendramodi) November 13, 2020
তিনি ট্যুইট করেছেন, এই দেওয়ালিতে, আসুন, আমাদের দেশকে ভয়-ভীতিহীন মেজাজে পাহারা দিয়ে রক্ষা করছেন যে জওয়ানরা, তাঁদের স্যালুট জানাতেও একটা প্রদীপ জ্বালাই। জওয়ানদের দৃষ্টান্তমূলক সাহসের জন্য ওঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশে কোনও ভাষা, শব্দই যথেষ্ট নয়। সীমান্ত রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকা জওয়ানদের পরিবারগুলির প্রতিও কৃতজ্ঞ আমরা।
पाकिस्तान जब भी सीज़फ़ायर का उल्लंघन करता है, उसका डर व कमज़ोरी और भी साफ़ हो जाते हैं।
त्योहार पर भी अपने परिवारों से दूर, भारतीय सेना के जवान हमारे देश की सुरक्षा में डटे हैं और पाकिस्तान के घृणित मंसूबों को ध्वस्त कर रहे हैं।
सेना के हर जवान को मेरा सलाम।
— Rahul Gandhi (@RahulGandhi) November 13, 2020
রাহুল গাঁধী পাকিস্তানের তীব্র সমালোচনা করে ট্যুইট করেছেন, পাকিস্তান যখনই যু্দ্ধবিরতি লঙঘন করে, তার আতঙ্কিত, ভীত চেহারা, দুর্বলতাই প্রকট হয়। উত্সবের সময়ও নিজেদের পরিবারের থেকে অনেক দূরে ভারতীয় জওয়ানরা দেশের সুরক্ষায় নিয়োজিত থাকেন, পাকিস্তানের ঘৃণ্য চক্রান্ত ব্যর্থ করে দেন। সেনার প্রত্যেক জওয়ানকে আমার সেলাম।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement