PM Modi : কাটুন দাড়ি, প্রধানমন্ত্রীকে ১০০ টাকা পাঠালেন চা বিক্রেতা !
প্রধানমন্ত্রীকে দাড়ি কাটার জন্য ১০০ টাকার মানি অর্ডার পাঠালেন মহারাষ্ট্রের বারামতি এলাকার এক চা বিক্রেতা
নিউ দিল্লি : দীর্ঘদিন প্রধানমন্ত্রীকে বড় দাড়িতে দেখছে দেশবাসী। এবার প্রধানমন্ত্রীর শখের সেই দাড়ি কাটার জন্য ১০০ টাকার মানি অর্ডার পাঠালেন মহারাষ্ট্রের বারামতি এলাকার একজন চা বিক্রেতা। সেই টাকায় প্রধানমন্ত্রীকে দাড়ি কেটে নিতে বলেছেন তিনি।
করোনার কারণে গত দেড় বছরে ভীষণ ক্ষতিগ্রস্ত অসংগঠিত ক্ষেত্র। এনিয়ে চরম হতাশ মহারাষ্ট্রের ওই চা বিক্রেতা অনিল মোড়ে। ইন্দপুর রোডে একটি বেসরকারি হাসপাতালের উল্টো দিকে তাঁর একটি ছোট চায়ের দোকান রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের দাড়ি বাড়িয়ে তুলেছেন। কিন্তু, ওঁর যদি কিছু বাড়ানোর হয়, তাহলে তা হচ্ছে দেশের মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ। দেশের মানুষের জন্য টিকাকরণ বাড়ানোর চেষ্টা করা উচিত। এছাড়া বর্তমানে চিকিৎসাক্ষেত্রে যেসব সুযোগ সুবিধা রয়েছে তা বাড়ানোর চেষ্টা করা উচিত। গত দুটি লকডাউনের জেরে মানুষের যে দুরবস্থা হয়েছে, তা থেকে সকলে যাতে বেরিয়ে আসতে পারেন তা নিশ্চিত করা উচিত প্রধানমন্ত্রীর।
তিনি বলেছেন, দেশের প্রধানমন্ত্রীর অবস্থান সর্বোচ্চ। প্রধানমন্ত্রীর প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমি আমার সঞ্চয় থেকে তাঁকে ১০০ টাকা পাঠাচ্ছি যাতে তিনি দাড়ি কাটেন। উনিই সর্বোচ্চ নেতা। তাই ওঁকে আঘাত করার আমার কোনও ইচ্ছা নেই। কিন্তু, অতিমারির কারণে যেভাবে দিনের পর দিন গরিব মানুষের সমস্যা বাড়ছে তাতে এভাবেই তাঁর দৃষ্টি আকর্ষণ করা সম্ভব।
এর পাশাপাশি চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে মোড়ে আর্জি জানিয়েছেন, কোভিডে যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য দিতে। এবং যে সব পরিবারের লকডাউনের কারণে ক্ষতি হয়েছে, তাদের ৩০ হাজার টাকা করে দেওয়া হোক।
প্রসঙ্গত, দেশের বিভিন্ন রাজ্যে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বিধি-নিষেধ আরোপ করা হয়। গতবার লকডাউনের পর এবার বিভিন্ন ক্ষেত্রে নিয়ম-বিধি মেনে চলার কথা বলে সরকার। আর তার জেরে ব্যাপক আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে অসংগঠিত ক্ষেত্রের মানুষজনকে। অনেকে পরিবার নিয়ে সমস্যায় পড়েছেন।