মোদি-হাসিনার বৈঠকে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্যতে জোর
গত কয়েক বছর ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঊর্ধ্বমুখী।

নয়াদিল্লি: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের মধ্যে একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মূলত, প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও যোগাযোগ ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর জোর দেওয়া হয়। কেন্দ্রীয় সূত্রের মতে, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করার লক্ষ্যে কথাবার্তা হয়েছে। এদিন বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে ভারত অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে।
A relationship setting the template for bilateral cooperation PM @narendramodi warmly welcomed Bangladesh PM #SheikhHasina on her visit to India. The leaders have met for the second time in 10 days exemplifying the strength of India-Bangladesh ties. pic.twitter.com/31R0yooFvG
— Raveesh Kumar (@MEAIndia) October 5, 2019
প্রসঙ্গত, চার দিনের ভারত সফরে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার ওয়ার্ল্ড ইকনমিক ফোরামে অংশগ্রহণ করেন। ভারত ও বাংলাদেশে সাংসদীয় নির্বাচন হওয়ার পর এই প্রথম এদেশে এসেছেন শেখ হাসিনা। গত কয়েক বছর ধরে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ঊর্ধ্বমুখী।






















