এক্সপ্লোর
আজ শুরু হচ্ছে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০, দেশে বিনিয়োগের লাভের দিকগুলি তুলে ধরতে পারেন প্রধানমন্ত্রী
এই ভার্চুয়াল সভার মাধ্যমেই প্রধানমন্ত্রী অন্যান্য দেশের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে আশা, ভারতে বিনিয়োগের সুবিধেগুলো তাঁদের সামনে তুলে ধরবেন তিনি।

নয়াদিল্লি: আজ সূচনা হবে ইন্ডিয়া গ্লোবাল উইক ২০২০-এর। ৩০টির বেশি দেশের ৫,০০০ প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধনী বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের বিশ্বায়নের ওপর অন্যতম বৃহত্তম এই অনুষ্টান চলবে তিনদিন ধরে, তবে করোনার জেরে সবটাই হবে ভার্চুয়াল। এবার এই অনুষ্ঠানের থিম, বি দ্য রিভাইভাল: ইন্ডিয়া অ্যান্ড আ বেটার নিউ ওয়ার্ল্ড। দেড়টা থেকে শুরু হবে অনুষ্ঠান, করোনায় আক্রান্ত অর্থনীতির উন্নতির পথ বাতলানো হতে পারে। পাশাপাশি জিওপলিটিক্স, বাণিজ্য, প্রযুক্তি, ব্যাঙ্কিং ও ফিনান্স, ফার্মা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা, শিল্প, সংস্কৃতি- সব কিছু নিয়েই আলোচনা চলবে। এই ভার্চুয়াল সভার মাধ্যমেই প্রধানমন্ত্রী অন্যান্য দেশের শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করবেন বলে আশা, ভারতে বিনিয়োগের সুবিধেগুলো তাঁদের সামনে তুলে ধরবেন তিনি। প্রধানমন্ত্রী ছাড়াও বক্তব্য রাখবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর জিসি মুর্মু, ঈশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জাগ্গি বাসুদেব, আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর প্রমুখ। বিদেশিদের মধ্যে ব্রিটেনের বিদেশ সচিব ডোমিনিক রাব, স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেন জাস্টার সহ অন্যান্যরা বক্তব্য রাখতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















