AP Train Accident: অন্ধ্রে ভয়াবহ রেল দুর্ঘটনা! মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মোদির
Narendra Modi: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। পরিস্থিতির খোঁজ খবর নিয়েছেন।
নয়াদিল্লি: বিশাখাপত্তনমে (Visakhapatnam Train Accident) ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের। আহত বেশ কয়েকজন। গোটা ঘটনা নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ক্ষতিপূরণ ঘোষণা:
অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh Train Accident) আলামান্দা ও কান্টাকাপাল্লার মাঝে এই রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রীর (Narendra Modi) তরফে। এই দুর্ঘটনায় যাঁরা নিহত হয়েছেন তাঁদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। যাঁরা আহত তাঁদের জন্য ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে।
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from the PMNRF for the next of kin of each deceased due to the train derailment between Alamanda and Kantakapalle section. The injured would be given Rs. 50,000. https://t.co/K9c2cRsePG
— PMO India (@PMOIndia) October 29, 2023
রেল দুর্ঘটনার পরেই বিষয়টি নিয়ে X হ্যান্ডেলে ট্যুইট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি লিখেছেন, 'উদ্ধারকাজ চলছে। সব যাত্রীদের সরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গোটা ঘটনার বিশদ বিবরণ শুনেছেন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। রাজ্য সরকার এবং রেলের আধিকারিকরা নিজেদের মধ্যে যোগাযোগ রেখে কাজ করছে।'
Union Railway Minister Ashwini Vaishanw tweets, "Rescue operations are underway. All passengers shifted. PM Narendra Modi reviewed the situation. Spoke to the CM of Andhra Pradesh, state govt and railway teams are working in close coordination." pic.twitter.com/AuKiJdOyT8
— ANI (@ANI) October 29, 2023
বালেশ্বরের স্মৃতি উস্কে বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। বিশাখাপত্তনমে ২ প্যাসেঞ্জার ট্রেনের সংঘর্ষ হয় রাতে। এএনআইয়ের সূত্রে খবর, এখনও পর্যন্ত অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। Vizianagaram DRO-এর তরফে জানানো হয়েছে ৩২ জন জখম হয়েছেন। ২টি এসডিআরএফ (SDRF) দল এবং ১টি এনডিআরএফ দল ঘটনাস্থলে পৌঁছেছে, উদ্ধারকাজ শুরু হয়েছে। আরও দল যাচ্ছে ঘটনাস্থলে। যাঁরা আহত হয়েছেন তাঁদের তিরুমালা হাসপাতাল এবং Vizianagaram-এর এনআরআই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আরও কয়েকজন জখম ব্যক্তিকে ভর্তি করা হয়েছে MIMS hospital Nellimarla-তে।
আরও পড়ুন: বিশাখাপত্তনমে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা! হেল্পলাইন চালু করল রেল