PM Narendra Modi At Kerala : কঠিন ময়দান কেরলেও প্রত্যয়ী মোদি, তৃতীয়বার ক্ষমতায় এলে ... দিলেন এই 'গ্যারান্টি'
Lok Sabha election : ''আমাদের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। এটি 'মোদির গ্যারান্টি'' , বললেন মোদি
তিরুঅনন্তপুরম: এনডিএ-এর পদযাত্রার সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার তিরুঅনন্তপুরম যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ( PM Modi ) ।ভোটের ময়দানে কেরল কোনওদিনই গেরুয়া শিবিরের কাছে সুবিধাজনক পিচ নয়। তা মেনে নিয়েই প্রধানমন্ত্রী বলেন, "...তিরুঅনন্তপুরমে আসা আমার কাছে সবসময়ই আনন্দের। এই শহর সবসময় আমায় উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে। ভাল মানুষের জায়গা এটা। আমার মনে আছে, গত বছর যখন আমি এখানে ছিলাম, তখন হাজার হাজার মানুষ আমাকে আশীর্বাদ করার জন্য রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। আমি কেরলের মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি..."
প্রত্যয়ী সুরেই মোদি বলেন, লোকসভা ভোটের আগে তিনি কেরলের মানুষের মধ্যে এবার নতুন উদ্দীপনা দেখতে পাচ্ছেন। মোদির আশা, এবার কেরলে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ ২ অঙ্কের আসন সংখ্যা পাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও বলেন, "বিজেপি কখনওই ভারতের কোনও রাজ্যকে ভোট-ব্যাঙ্কের দৃষ্টিকোণ থেকে দেখেনি। এমনকি যখন কেরলে বিজেপি শক্তিশালী ছিল না, তখনও আমরা কেরলে দিনরাত কাজ করেছি। গত ১০ বছরে উন্নয়নের সুফল পাওয়া গেছে।
আগামী লোকসভা ভোটে মোদি সরকারের পালেই হাওয়া লাগবে বলে আশা প্রধানমন্ত্রীর। আরও একবার তিনি বলেন, জনগণ চাইছে, মোদি সরকার আবার ফিরুক। ২০১৯ সালে দেশ 'ফির এক বার মোদি সরকার' স্লোগান উঠেছিল। আর ২০২৪ সালে সবাই বলছে 'অবকি বার, ৪০০ পার'।
'LDF এবং UDF কেরলের শিক্ষা ব্যবস্থার কী ক্ষতি করেছে তা সকলেই জানেন। কেরলের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর ছাত্ররা উচ্চ শিক্ষা গ্রহণের সময় যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা সকলেই জানেন। আমরা তৃতীয় বার এলে, কেরলের শিক্ষা প্রতিষ্ঠাগুলির উন্নয়নের জন্য কাজ করব। দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার পথ প্রশস্ত করবে মোদি সরকার। ' প্রতিশ্রুতি মোদির।
তিনি বলেন, ' কেরলে বিজেপি কখনও ক্ষমতায় আসেনি কিন্তু আমি আমার ট্র্যাক রেকর্ড আপনাদের সামনে রেখেছি। কংগ্রেস ও অন্যান্য কমিউনিস্ট দলের জোটগুলো কেবল তাদের পরিবারকেই দেশ শাসন করতে দিয়েছে। তাদের কাছে, তাদের পরিবারের কল্যাণ ভারতীয়দের কল্যাণের চেয়ে বেশি প্রয়োজনীয়। কেরলে তারা একে অপরের শত্রু কিন্তু কেরলের বাইরে তারা BFF, যার অর্থ চিরকালের সেরা বন্ধু।'
তিনি আরও বলেন, "সবাই মোদি সরকারের তৃতীয় মেয়াদের কথা বলছে। আমাদের তৃতীয় মেয়াদে, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে। এটি 'মোদির গ্যারান্টি'। তৃতীয় মেয়াদে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আরও প্রকট হবে '
আরও পড়ুন :
সন্দেশখালি যাওয়ার পথে 'পুলিশি বাধা', গ্রেফতার নৌশাদ সিদ্দিকি