Ram Mandir Inauguration LIVE: 'আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে' অযোধ্যা থেকে বললেন মোদি
Ram Mandir Opening : ২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। মোদি-সফরের প্রতি মুহূর্তের আপডেট এই লিঙ্কে

Background
২২শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে, আজ অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মিকীর নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করবেন তিনি। তার আগে অযোধ্যাজুড়ে সাজো সাজো রব। রেলস্টেশন, এয়ারপোর্ট সহ অযোধ্য়ার অলিতে গলিতে তুমুল ব্য়স্ততা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর।
আজ অযোধ্য়ায় প্রধান মন্ত্রীর রোড শো রয়েছে। সরযূ ঘাটের সৌন্দর্যায়নের প্রকল্পেরও শিলান্যাস করবেন নরেন্দ্র মোদি। তার আগে অযোধ্য়া জুড়ে সাজো সাজো রব। রাম জন্মভূমির দিকে দিকে শুধুই রামায়ণের থিম। সংস্কার করা হচ্ছে দশরথের মহল। সেজে উঠছে কৈকেয়ীর প্রাসাদ।
এদিকে রামমন্দির দর্শনের আমন্ত্রণ জানাতে ঘরে ঘরে পৌঁছে যাওয়ার পরিকল্পনা করেছে বঙ্গ বিজেপি, এমনটাই খবর বঙ্গ বিজেপি সূত্রে। রাজনৈতিক মহলে জল্পনা, লোকসভা ভোটকে মাথায় রেখে কি কৌশলে রামমন্দিরের আবেগকে কাজে লাগাতে তৎপর গেরুয়া শিবির? বিষয়টিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপিকে এই ইস্যুতে নিশানা করেছে তৃণমূল। কেন্দ্র ও রাজ্যের শাসকদলের বিরুদ্ধে মেরুকরণের অভিযোগ তুলেছে সিপিএম।
- ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে আজ অযোধ্যায় প্রধানমন্ত্রী। সারাদিন কী কী পরিকল্পনা, দেখে নিন একনজরে।
- সকাল ১০.৪৫: অযোধ্যায় প্রধানমন্ত্রীর রোড শো
- সকাল ১১.১৫: অযোধ্যা ধাম জংশনের উদ্বোধন
- সকাল ১১.৩০: অমৃত ভারত এক্সপ্রেস-সহ বেশ কিছু ট্রেনের সূচনা
- দুপুর ১২.১৫: মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন
- দুপুর ১: জনসভায় প্রায় ১৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস
- দুপুর ২.৪০: দিল্লি থেকে অযোধ্যার উদ্দেশে রওনা প্রথম বিমানের
- বিকেল ৪: অযোধ্যার নবনির্মিত বিমানবন্দরে প্রথম বিমান অবতরণ
গোটা দেশের ডেস্টিনেশন এখন একটাই। অযোধ্য়া। অযোধ্য়ামুখী প্রায় সমস্ত ট্রেনেই টিকিটের মারাত্মক আকাল। কলকাতা থেকে অযোধ্য়াগামী ২ টি ট্রেনেই ওয়েটিং ১০০-র ওপরে। কলকাতা থেকে অযোধ্য়া এখনও কোনও সরাসরি বিমান পরিষেবা চালু হয়নি। এরইমধ্য়ে, আজ ৬টি বন্দে ভারত ও ২ টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। যার মধ্য়ে একটি অমৃত ভারত পাচ্ছে বাংলা।
আরও পড়ুন :
পরনে হিজাব, সঙ্গী গেরুয়া ধ্বজ, মুম্বই থেকে অযোধ্যা পায়ে হেঁটে চলেছেন মুসলিম তরুণী
Narendra Modi Live: মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে: মোদি
'মোদির গ্যারান্টিতে এত শক্তির কারণ, মোদি যা বলে, তা পূরণ করার জন্য সবকিছু করতে পারে। 'এই অযোধ্যা নগরীও মোদির সেই গ্যারান্টির সাক্ষী'
PM Modi in Ayodhya : 'আগামীদিনে গোটা উত্তরপ্রদেশকে অযোধ্যা দিশা দেখাবে'
'গোটা বিশ্ব ২২ জানুয়ারির ঐতিহাসিক দিনের অপেক্ষা করছে। আমিও আপনাদের মতো উৎসুক হয়ে আছি। মনে হচ্ছে পুরো অযোধ্যা নগরী রাস্তায় নেমে এসেছে। দেশের ইতিহাসে ৩০ ডিসেম্বর খুব গুরুত্বপুর্ণ। 'আজকের দিনেই আন্দামানে নেতাজি সুভাষচন্দ্র বসু তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন'






















