PM Modi : মোদির মুকুটে অনন্য সম্মান, গ্রিসের গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার ভারতীয় প্রধানমন্ত্রীকে
Modi Greece Tour : ১৯৮৩ সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী (Indira Gandhi) গ্রিস সফরে গিয়েছিলেন। ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর সেটাই শেষ গ্রিস-সফর। যার ৪০ বছর পরে গেলেন নরেন্দ্র মোদি।
এথেন্স : ব্রিকস সম্মেলন (BRICS Summit) সেরে একদিনের গ্রিস সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)। ৪০ বছরে প্রথমবার কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পা রেখেছেন গ্রিসে। আর ইউরোপের ছোট্ট দেশে পা রেখেই অনন্য সম্মানে সম্মানিত হলেন নরেন্দ্র মোদি। গ্রিস সরকারের তরফে তাঁদের প্রখ্যাত গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনারে (Grand Cross of the Order of Honour) ভূষিত করা হল ভারতীয় প্রধানমন্ত্রীকে। যে সম্মান দেশের সমস্ত শিশুদের জন্য উৎসর্গ করেন নরেন্দ্র মোদি।
বিশ্বের দরবারে গ্রিসের (Greece) অবস্থান উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য বিশেষ ব্যক্তিত্বদের এই সম্মানে ভূষিত করা হয়ে থাকে। ১৯৭৫ সাল থেকে এই সম্মান বিশ্বের বিভিন্ন ব্যক্তিকে দিয়ে আসছে গ্রিসের সরকার। যে সম্মান পেয়ে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করেছেন 'গ্রিসের মানুষের তরফে ভারতীয়দের প্রতি সম্মানের জন্য'। ১৯৮৩ সালের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী (Indira Gandhi) গ্রিস সফরে গিয়েছিলেন। ভারতীয় কোনও প্রধানমন্ত্রীর সেটাই শেষ গ্রিস-সফর। যার ৪০ বছর পরে গেলেন নরেন্দ্র মোদি। কয়েকদিন আগেই চন্দ্রযান ৩-র চাঁদের মাটিতে সফল অবতরণের পর তিনি বলেছিলেন, এই সাফল্য শুধু ভারতেরই নয়, বিশ্ববাসীর।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশাল মিডিয়ায় যে সম্মানপ্রাপ্তি ছবি পোস্ট করে লিখেছেন, 'গ্রিসের প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকেল্লারোপৌলৌ ও গ্রিসের জনগণের কাছে কৃতজ্ঞ গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অন অনার সম্মানে ভূষিত করার জন্য। গ্রিসের মানুষদের ভারতীয়দের প্রতি সম্মান ও ভালবাসার পরিচায়ক এই সম্মান।' একদিনের সফরের মাঝে দুই দেশের মধ্যে অর্থনৈতিক বিভিন্ন পরিস্থিতি থেকে বিশ্বের আবহাওয়া, বিভিন্ন বিষয়ে আলোচনা হয় দু'দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে।
I thank President Katerina Sakellaropoulou, the Government and people of Greece for conferring upon me The Grand Cross of the Order of Honour. This shows the respect the people of Greece have towards India. @PresidencyGR pic.twitter.com/UWBua3qbPf
— Narendra Modi (@narendramodi) August 25, 2023
আরও পড়ুন- 'সম্পূর্ণ মিথ্যা', লাদাখ-ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial