PM At Varanasi:মহাশিবরাত্রিতে নিজ লোকসভা কেন্দ্র বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো প্রধানমন্ত্রীর, সঙ্গে রোড-শো
Kashi Vishwanath Temple: মহাশিবরাত্রিতে নিজের নির্বাচনী কেন্দ্র বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিলেন প্রধানমন্ত্রী।
নয়াদিল্লি: একে মহাশিবরাত্রি, তার উপর বারাণসী তাঁর নির্বাচনী কেন্দ্র। সব মিলিয়ে শনিবার কখন আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই অপেক্ষায় প্রহর গুণছিলেন সাধারণ মানুষ। তিনি এলেন, কাশী বিশ্বনাথ মন্দিরে পুজোও দিলেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য়নাথকে তাঁর পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেল।
কী দেখা গেল?
দর্শক তথা কাশী বিশ্বনাথের ভক্তদের দিকে তাকিয়ে ছিলেন দুজনই। প্রধানমন্ত্রীর হাতে ত্রিশূল। পাশে স্মিত হাসি যোগী আদিত্যনাথের। পশ্চিমবঙ্গে প্রশাসনিক ও জনসভা করার পর সন্ধে ৭টা নাগাদ বারাণসী পৌঁছন প্রধানমন্ত্রী। এয়ারপোর্ট থেকে তাঁকে দেখার জন্য বিজেপি কর্মী-সমর্থকদের লম্বা লাইন ছিল। ২৮ কিলোমিটার রোড শো করেন প্রধানমন্ত্রী। মাঝে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে দেখা যায় তাঁকে। মন্ত্র, ফুল, পুজোর সব রকম উপাচার মেনে সেবায়েতদের কথা অনুযায়ী বাবা বিশ্বনাথের চরণে প্রার্থনা সারেন। বিজেপির আঞ্চলিক প্রধান দিলীপ পটেল বলেন, 'এর পর গিলট বাজার এবং কবীর চৌরায় অতুলানন্দ স্কুল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।' তবে প্রধানমন্ত্রীর পুজো দেওয়ার ভিডিও এর মধ্যেই যথেষ্ট সাড়া ফেলেছে।
মহাশিবরাত্রি উপলক্ষ্যে গত কয়েক দিন ধরেই ঢেলে সাজছে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির। এদিন রীতি মেনে বাবা বিশ্বনাথের পুজো-অর্চনা হয়। চতুর্থ প্রহরের পুজোর সময় এই ভাবেই চলে উপাসনা। প্রধানমন্ত্রী যখন পুজো দিতে এসেছেন, তখন মন্দির-চত্বরে এমনই থিকথিকে ভিড়। লোকসভা ভোটের আগে তাঁর এই বারাণসী-দর্শনের আলাদা তাৎপর্য পাচ্ছেন অনেকেই।২০২৪ সালের সাধারণ নির্বাচনে তৃতীয় বার এই লোকসভা কেন্দ্র থেকে লড়ার কথা প্রধানমন্ত্রীর। ২০১৪ সাল থেকে এই লোকসভা কেন্দ্রে জয় পেয়েছেন তিনি। শুধু তাই নয়। যে ব্যবধানে তিনি জিতেছেন, তা বিচার করলে পূর্বসুরি মুরলী মনোহর জোশীও পিছনে পড়ে গিয়েছেন। সব মিলিয়ে বারাণসীর তাৎপর্য আলাদা, বলছে ওয়াকিবহাল মহল।
পশ্চিমবঙ্গে যা...
বারাণসীতে উড়ে যাওয়ার আগে এদিন উত্তরবঙ্গের কাওয়াখালিতে প্রশাসনিক ও জনসভা করেন প্রধানমন্ত্রী। একদিকে দুর্নীতি অস্ত্রে তৃণমূলকে আক্রমণ, অন্য দিকে উন্নয়নের প্রচার-দুদিকেই জোর দিতে শোনা যায় তাঁকে। বলেন, 'আমরা বাংলা এবং পূর্ব রেলের বিকাশকে প্য়াসেঞ্জার থেকে এক্সপ্রেস ট্রেনের স্পিড পর্যন্ত নিয়ে গিয়েছি। এবার, আমাদের তৃতীয় দফার কার্যকালে এটি সুপারফাস্ট স্পিডে এগোবে।' আরামবাগ, কৃষ্ণনগর, বারাসাতের পর আজ শিলিগুড়িতে সভা করেন প্রধানমন্ত্রী। লোকসভা ভোটের মুখে, শুধু মার্চ মাসেই পশ্চিমবঙ্গে ৪টি সভা করেছেন তিনি।
আরও পড়ুন:প্রকাশ্য সভায় মোদিকে ‘অপয়া’, ‘পকেটমার’ বলে কটাক্ষ! রাহুলকে সতর্ক করল কমিশন