Narendra Modi: প্লাস্টিকের বোতল দিয়ে তৈরি জ্যাকেট, বিশেষ উপহার গায়ে চাপিয়ে সংসদে মোদি
Budget Session: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে তাঁকে ওই জ্যাকেটটি উপহার দেওয়া হয়।
নয়াদিল্লি: রাজধানীতে আমেরিকার প্রেসিডেন্টের আগমনের সময়ও তাঁর পোশাক নিয়েই বেধেছিল হইচই। আরও একবার পোশাকের জন্য নজর কাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার সংসদের বাজেট অধিবেশনে আকাশি নীল রংয়ের জ্যাকেট পরে দেখা গেল তাঁকে। তবে ওই জ্যাকেটের বিশেষত্ব হল, সেটি কাপড়ের তৈরি নয়, বরং ফেলে দেওয়া প্লাস্টিক বোতলের পুনর্নবীকরণ (Plastic Bottles) ঘটিয়ে তৈরি করা হয়েছে (Budget Session)।
কাপড়ের তৈরি নয়, ফেলে দেওয়া প্লাস্টিক বোতলে তৈরি জ্য়াকেট পরে সংসদে মোদি
বুধবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনে বক্তৃতা করবেন মোদি। তার আগে সোমবার বেঙ্গালুরুতে আয়োজিত 'এনার্জি উইক' সমাবেশে শামিল হয়েছিলেন। সেখানে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে তাঁকে ওই জ্যাকেটটি উপহার দেওয়া হয়। সেটি পরেই এ দিন সংসদে উপস্থিত হলেন মোদি, যা এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে।
পুনর্নবীকরণ শক্তিতে ভারতকে মহাশক্তিধর করে তোলার লক্ষ্যেই ওই সমাবেশের আয়োজন হয় বেঙ্গালুরুতে। সেখানে একবার ব্য়বহারের উপযোগী প্লাস্টিকের বদলে পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের তৈরি বোতলের তৈরি ওই জ্যাকেট মোদির হাতে উপহারস্বরূপ তুলে দেওয়া হয়। সেটি হাতে পেয়ে যারপরনাই খুশি হন তিনি। দু'দিন পর সেটিই গায়ে চাপাতে দেখা গেল তাঁকে।
ইন্ডিয়ান অয়েলের তরফে মোদিকে দেওয়া ওই জ্যাকেট নমুনামাত্র। তামিলনাড়ুর শ্রী রেঙ্গা পলিমার্স সংস্থা সেটি তৈরি করেছে। নয়টি আলাদা আলাদা রং বাছতে বলা হয়েছিল ইন্ডিয়ান অয়েলকে। তা বেছে নেওয়া হলে, সেটি গুজরাতে মোদির পোশাক তৈরি করেন যে দর্জি, তাঁর কাছে পাঠানো হয়। সশস্ত্রবাহিনীর জন্য এমনই পোশাক তৈরি করতে চলেছে তারা। তার জন্য ১০ হাজারের বেশি পুনর্ব্যবহারযোগ্য বোতল ব্যবহার করা হবে।
ইন্ডিয়ান অয়েলের তরফে মোদিকে দেওয়া ওই জ্যাকেট নমুনামাত্র
সম্প্রতি ২০২৩-'২৪ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে সবুজ হাইড্রোজেন মিশনের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তার জন্য বরাদ্দ করা হয়েছে ১৯ হাজার ৭০০ কোটি টাকা। দেশকে কার্বনমুক্ত করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। যদিও এ নিয়ে মঙ্গলবার সংসদে সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি জানান, দেশের একটি সবুজ হাইড্রোজেন সংস্থা অধিগ্রহণ করেছেন শিল্পপতি গৌতম আদানি। বাজেটে ওই টাকা বরাদ্দ করে আদতে ঘুরপথে আদানির হাতেই ওই টাকা তুলে দেওয়ার বন্দোবস্ত করল কেন্দ্র।