JP Nadda: যুদ্ধ নিয়ে রাশিয়াকে সমর্থন পোস্ট নাড্ডার? 'হ্যাক হয়েছে' টুইটারে জানালেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
JP Nadda Twitter Hacked: সেই টুইটে লেখা ছিল- "রাশিয়ার জনগণের পাশে দাঁড়াও। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করছি।"
নয়া দিল্লি: আচমকাই জেপি নাড্ডার টুইটারে দেখা গেল একটি পোস্ট। যেখানে তিনি বলেছেন যে রাশিয়ার পাশে রয়েছেন তিনি। পূর্ণ সমর্থনও করছেন। ক্রিপ্টোকারেন্সি অনুদানের অনুরোধ করা হচ্ছে। এই পোস্ট নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপরই বিজেপির সর্বভারতীয় সভাপতি জানান যে তাঁর অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
সেই টুইটে লেখা ছিল- "রাশিয়ার জনগণের পাশে দাঁড়াও। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করছি। বিটকয়েন এবং ইথেরিয়াম সবরকম।" এরপর হিন্দিতে লেখা হয়েছে, "ইউক্রেনের জনগণের পাশে দাঁড়ান। এখন ক্রিপ্টোকারেন্সি দান গ্রহণ করা হচ্ছে।" রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কয়েকদিন পর এমন পোস্ট নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে।
এরপরই অন্য একটি টুইটে জেপি নাড্ডা জানিয়েছেন যে, "দুঃখিত, আমার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।"
যদিও এই টুইটগুলি পোস্ট করার পাঁচ মিনিট পরই মুছে দেওয়া হয়েছিল। পোস্টটিকে পিন টু টপ-ও করে রাখা হয়েছিল। বিজেপির একটি সূত্র জানায় যে, বিজেপির সর্বভারতীয় সভাপতির অ্যাকাউন্ট সাময়িকভাবে হ্যাক হয়েছিল। তবে এখন তা নিয়ন্ত্রণে রয়েছে। সঠিক কারণ খুঁজে বের করার জন্য আমরা টুইটারের সঙ্গে কথা বলছি।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট সহ ভারতের রাজনৈতিক নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিকে টার্গেট করেছে হ্যাকাররা। গত বছর হ্যাক হয়েছিল মোদির টুইটার অ্যাকাউন্টও। সেখানেও বিটকয়েন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি স্ক্যাম লিঙ্ক শেয়ার করা হয়েছিল।