![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Babul Vs Dilip: ‘বাবুলকে স্ট্রাইকার করেছিলাম, গোল করতে পারেননি’, কটাক্ষ দিলীপ ঘোষের
বাবুল সুপ্রিয়র তৃণমূলে যোগদানের পর, তাঁর সঙ্গে দিলীপ ঘোষের বাগযুদ্ধ চরমে...
![Babul Vs Dilip: ‘বাবুলকে স্ট্রাইকার করেছিলাম, গোল করতে পারেননি’, কটাক্ষ দিলীপ ঘোষের Kolkata War of words continue between BJP State President Dilip Ghosh and Babul Supriyo after latter joins TMC Babul Vs Dilip: ‘বাবুলকে স্ট্রাইকার করেছিলাম, গোল করতে পারেননি’, কটাক্ষ দিলীপ ঘোষের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/20/841b3c231c06ffa0e47d6f6a5c243432_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শনিবার তৃণমূলে যোগ দিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছিলেন, বিজেপিতে তিনি খেলতে পারছিলেন না। তাই তিনি দলবদল করেছেন।
সোমবার, এই প্রেক্ষিতে কটাক্ষ ছুঁড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বললেন, ‘বাবুলকে নিয়ে বিজেপির কোনও জ্বালা নেই। ‘বাবুলকে স্ট্রাইকার করেছিলাম, গোল করতে না পেরে এখন বলছেন খেলার সুযোগ পাননি!’
বিজেপিতে থাকাকালীন আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়র সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতবিরোধ বেশ কয়েকবার প্রকাশ্যে এসেছে। বাবুল, তৃণমূলে যোগদানের পরে ফের শুরু হয়েছে বাগযুদ্ধ।
শনিবার বাবুলের তৃণমূলে যোগদান প্রসঙ্গে দিলীপ বলেছিলেন, যারা ক্ষমতার জন্য এসেছিলেন, ক্ষমতায় না আসায় এখন চলে যাচ্ছেন, এরকম লোক তো রাস্তায় কিনতে পাওয়া যায়, এরা আসে যায়, রাজনীতিতে কোনও কেউ ওঠে না।
গতকাল, বিজেপির রাজ্য সভাপতির আক্রমণের জবাব দিতে গিয়ে বাবুল সুপ্রিয় দাবি করেন, বিধানসভা ভোটে বিজেপির হারের অন্যতম কারণ দিলীপ ঘোষ। বলেন, দিলীপ ঘোষ রাজনীতিতে আমার জুনিয়র, ২১-এর নির্বাচনে বিজেপির পরাজয়ের দায় দিলীপের, মুড়ি মিছরির মতো যখন দলে লোক নেওয়া হচ্ছিল, আমি প্রতিবাদ করি, তাই মন্ত্রিত্ব যায়।
তৃণমূলে যোগ দেওয়া পরে, বাবুল সুপ্রিয়কে পলিটিক্যাল ট্যুরিস্ট বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। বলেন, ভোটের আগে হাজার হাজার লোক তৃণমূল থেকে এসেছিল। তাই বলে কি তৃণমূল জেতেনি? এই ধরনের যারা পলিটিক্যাল ট্যুরিস্ট আসবেন, এ পার্টি ও পার্টি করে বেড়াবেন, তাতে রাজনীতির কিছু আসে যায় না।
কটাক্ষের সুরেই যার জবাব ফিরিয়ে দেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। কিছু পর্যটক ঘুরতে যায়। আর কিছু পর্যটক ক্যামেরা দিয়ে ছবি তোলেন, কিন্তু ঘরে এসে দেখেন ছবি ওঠেনি। আমি যেখানে যাই, ছবি তুলি না, মন দিয়ে দেখি। তিনি যোগ করেন, আমি দিলীপদাকে বিদ্যাসাগরের বর্ণপরিচয় উপহার দেব, বাংলা ভাষাতেই যাতে কথা বলেন কিন্তু কলুষিত যেন না করেন।
আরও পড়ুন: ‘আমি খুশি, দেখা করে আপ্লুত’, মমতার সঙ্গে সাক্ষাতের পর বাবুল সুপ্রিয়
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)