Manmohan Singh Birthday: ড. মনমোহন সিংহের জন্মদিন কীভাবে পালন করছে জাতীয় কংগ্রেস?
আজ তাঁর জন্মদিনে তাঁর রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একাধিক টুইট করা হয়েছে।
নয়াদিল্লি : আজ ২৬ সেপ্টেম্বর। জন্মদিন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা এদেশের সর্বকালের অন্যতম সেরা অর্থনীতিবিদ ড. মনমোহন সিংহের। ১৯৩২ সালের আজকের দিনেই পাঞ্জাবের গাহ গ্রামে জন্মগ্রহন করেন তিনি। ২০০৪ সালে দেশের ১৩ তম প্রধানমন্ত্রী এবং ভারতের প্রথম কোনও শিখ হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি। ২০১৪ সালে কেন্দ্রে এনডিএ ক্ষমতায় আসার আগে পর্যন্ত ১০ বছর তিনিই ছিলেন দেশের প্রধানমন্ত্রী। অত্যন্ত সজ্জন, বিনয়ী, জ্ঞানী মানুষটা তো শুধুই দেশের প্রধানমন্ত্রীর পদ সামলাননি। তাঁর দীর্ঘ কর্মজগতে তিনি সামলেছেন একাধিক গুরুত্বপূর্ণ এবং সম্মানীয় পদ। ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ছিলেন তিনিই। ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনিই ছিলেন যোজনা কমিশনের ডেপুটি চেয়ার পার্সন। ১৯৯১ সালে তিনি ইউজিসি-র চেয়ারপার্সন নিযুক্ত হন।
আরও পড়ুন - Manmohan Singh on Coronavirus: আপনার দলই টিকাকরণের গুরুত্ব বোঝে না, মনমোহনকে জবাব স্বাস্থ্যমন্ত্রীর
অবশ্য এ দেশের রাজনীতিতে কিংবা অর্থনীতির আলোচনায় মনমহোন সিং চিরকালই কেন্দ্রেবিন্দুতে থাকবেন। কারণ, আজ থেকে তিরিশ বছর আগে ১৯৯১ সালে এ দেশের অর্থনীতিতে সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন সম্ভাবত তিনিই। যদিও তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমা রাও। কিন্তু নরসিমা রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসেবে মনমোহন সিংহই দেশকে উদার অর্থনীতির স্রোতে গা ভাসিয়ে দিতে বলেন। এই উদার অর্থনীতির ফলে গত ৩০ বছরে দেশ এগলো নাকি পিছলো এ হিসেব কষতে বসলে তাঁর পুরো দায়ভারটাই যাবে মনমোহন সিংহের দিকে। আজ তাঁর জন্মদিনে তাঁর রাজনৈতিক দল ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে একাধিক টুইট করা হয়েছে।
আরও পড়ুন - Manmohan Singh on Coronavirus: করোনা মোকাবিলায় পাঁচ পরামর্শ, মোদিকে চিঠি মনমোহনের
জাতীয় কংগ্রেসের একটি টুইটার পোস্টে তাঁর ছবি দিয়ে লেখা হয়েছে, 'ভারতের রাজনৈতিক নেতৃত্বের কথা, শব্দচয়ন কেমন হতে পারে, তার দৃষ্টান্ত স্থাপন করেছেন ড. মনমোহন সিংহ। আমরা তাঁর জন্মদিন শুধুই পালন করছি তা নয়। তাঁর দেখানো পথে হাঁটছি। আগামীদিনেও হাঁটবো।' কংগ্রেসের টুইটার হ্যান্ডলে আরও একটি পোস্ট করে লেখা হয়েছে, 'একজন এমন নেতৃত্ব যাঁকে পেয়ে ভারতবাসী গর্বিত। ভারতের রাজনীতিতে এবং অর্থনীতিতে কোনও ভারতবাসী আপনার অবদানের কথা ভুলবে না।' সব মিলিয়ে জাতীয় কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টে আজ ড মনমোহন সিংহের জন্মদিনে ভরে রয়েছে।