Municipal Election 2021: পুরভোটে জোটের সিদ্ধান্ত জেলার, জানিয়ে দিল বাম-কংগ্রেস
Municipal Election: বিধানসভা নির্বাচনে জোট করে ভোটে লড়েছিল বাম ও কংগ্রেস (Congresss)। পুরভোটে বাম ও কংগ্রেসের মধ্যে কি জোট হবে? তৈরি হয়েছে ধোঁয়াশা। জোট হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব।
কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ ও উজ্জ্বল মুখোপাধ্যায়: ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভায় ভোট। সেই নির্বাচনে বাম ও কংগ্রেসের (Left Congress) মধ্যে কি জোট হবে? তৈরি হয়েছে ধোঁয়াশা। পুরভোটে জোট হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নেবে জেলা নেতৃত্ব। জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। পুরভোটে জোটের ব্যাপারে একই অবস্থান প্রদেশ কংগ্রেসেরও (Congress)।
পুরভোটে বাম-কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মধ্যে জোট হচ্ছে না। দু’পক্ষই জেলা নেতৃত্বের ওপর বিষয়টি ছাড়ল। গত বিধানসভা নির্বাচনে জোট করে ভোটে লড়েছিল বাম ও কংগ্রেস। কিন্তু পুরসভা নির্বাচনে রাজ্যস্তরে জোট না হওয়ার সম্ভাবনাই এখনও পর্যন্ত জোরাল।সূত্রের খবর, নীতিগতভাবে আপত্তি না থাকলেও, দু’দলের রাজ্য নেতৃত্বই, পুরভোটে জোট করে ভোটে লড়ার বিষয়টি জেলা নেতৃত্বের ওপর ছেড়ে দিয়েছে।
বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “রাজ্য বামফ্রন্ট সভা করে জেলাগুলিকে দায়িত্ব দিয়েছি, পুরনির্বাচন জেলা ঠিক করবে, প্রার্থী জেলা ঠিক করবে, সিট অ্যাডজাস্টমেন্ট জেলা ঠিক করবে, বোঝাপড়া হবে কি না জেলা ঠিক করবে, আমরা ঠিক করব না।’’ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, “সব আসনেই আমরা প্রার্থী দিতে চাই। স্থানীয় নেতারা ঠিক করবেন কী ভাবে কী হবে। প্রদেশ নেতৃত্ব এই বিষয়ে হস্তক্ষেপ করবে না। বামেদের সঙ্গে আলাপ আলোচনাও প্রদেশ নেতারা করবেন না। এ বিষয়ে জেলা নেতৃত্বই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে৷ তাঁদের সেই স্বাধীনতা দেওয়া আছে।’’
সূত্রের খবর, কলকাতার ১৪৪টি আসনের মধ্যে ১২৭টি আসনেই বামফ্রন্ট প্রার্থী দিতে চাইছে। বাকি আসন ছেড়ে রাখা হচ্ছে। অন্যদিকে, এখনও অবধি হাওড়ায় পুরভোট ঘিরে জটিলতা না কাটলেও, সেখানকার ৫০টি আসনেই লড়ার সিদ্ধান্ত নিয়েছে বামেরা।সূত্রের দাবি, শেষপর্যন্ত যদি কংগ্রেসের সঙ্গে সমঝোতা হয়, তাহলে ১০টি পর্যন্ত আসন ছাড়ার সম্ভাবনা আছে।তবে তাতে কংগ্রেস রাজি হবে কি না, সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে। এই প্রেক্ষাপটেই বাম ও কংগ্রেসের জোট নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের মহসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “তৃণমূল ভালো করবে বুঝে রাজ্য থেকে জেলায় ছেড়ে দিচ্ছে, অভ্যন্তরীণ বিষয়, ওরাই তো কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট করেছিল, এখন বুঝছে খারাপ ফল হবে।’’
আরও পড়ুন: School Drop Out: স্কুলে কমেছে পড়ুয়াদের সংখ্যা, ছাত্রদের ফেরাতে জেলায় জেলায় উদ্যোগ