Varun Gandhi BJP: প্রধানমন্ত্রীকে খোলা চিঠি বরুণ গান্ধীর, অস্বস্তি বাড়িয়ে লখিমপুরে কৃষক হত্যার নিয়ে সরব বিজেপি সাংসদ
BJP Varun Gandhi on lakhimpur Case: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধী।
নয়া দিল্লি: লখিমপুরে (Lakhimpur) কৃষক হত্যাকাণ্ড নিয়ে মোদি সরকারের ওপর চাপ বাড়াল কংগ্রেস (Congress)। প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সুরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) খোলা চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি সাংসদ বরুণ গান্ধীও (Barun Gandhi)। ৩ কৃষি আইন (Farm law) নিয়ে পিছু হঠেছে মোদি সরকার। দেশজুড়ে কৃষকদের বিরোধিতার মুখে, আইন প্রত্যাহারের ঘোষণা করা হয়েছে। এবার, লখিমপুরে কৃষক হত্যাকাণ্ড নিয়ে মোদি সরকারের ওপর চাপ বাড়াল কংগ্রেস।
তাৎপর্যপূর্ণ ভাবে দিদি প্রিয়ঙ্কার সুরেই, লখিমপুরে কৃষক হত্যার নিয়ে সরব বরুণ গান্ধীও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানিয়েছেন পিলিভিটের বিজেপি সাংসদ। গত ৩ অক্টোবর, বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ ওঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রর বিরুদ্ধে। অভিযুক্ত আশিস মিশ্রকে গ্রেফতারও করা হলেও এখনও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে, প্রধানমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী!! তাতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে বরখাস্ত করার দাবি করেছেন তিনি।
আরও পড়ুন, প্রধানমন্ত্রীর আবেদনেও 'না', আন্দোলন চলবে, জানাল সংযুক্ত কিষাণ মোর্চা
কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বলেন, নিহত কৃষকদের পরিবার মনে করে না, অজয় মিশ্র পদে থাকলে তাঁরা ন্যায় পাবেন। পিড়িতদের ন্যায় দেওয়াই আপনার কাছে অগ্রাধিকার হওয়া উচিত। অজয় মিশ্র এখনও আপনার মন্ত্রিসভায় আছেন। যদি কনফারেন্সে অভিযুক্তের বাবার সঙ্গে মঞ্চে থাকেন, তাহলে এই বার্তাই যাবে যে আপনি দোষীদের বাঁচানোর চেষ্টা করছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "প্রিয়ঙ্কা গান্ধীর কথা নিয়ে কি বলব, তিনি মানুষের সঙ্গে মেশেননি গুরুত্ব দেওয়া ঠিক নয়।" তাৎপর্যপূর্ণ ভাবে, লখিমপুরকাণ্ডে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন পিলিভিটের বিজেপি সাংসদ বরুণ গান্ধীও। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন, আমার আবেদন, এই মর্মান্তিক ঘটনার সঙ্গে যে কেন্দ্রীয় মন্ত্রীর যোগ রয়েছে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন। তাহলেই ন্যায়বিচার হবে।
অন্যদিকে, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "মাসের পর পর, আক্রমণ উপেক্ষা করে, গাড়ি দিয়ে পিষে মেরে দিয়েছে, তখন কোথায় ছিল? মোদি ভেবেছিল চালিয়ে যাবে, মানুষের প্রতিরোধ গুরুত্বপূর্ণ।" যদিও বরুণ গাঁন্ধীর দাবি নিয়ে বিজেপির তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।