এক্সপ্লোর
LIVE UPDATES: উপনির্বাচনে তৃণমূল ৩, বিজেপি ০, প্রথমবার কালিয়াগঞ্জ, খড়গপুর সদর জোড়াফুলের দখলে, ব্যবধান বাড়িয়ে জয় করিমপুরেও
LIVE
Background
কলকাতা: আজ রাজ্যের ৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। কালিয়াগঞ্জ, খড়গপুর সদর ও করিমপুরে জনতার রায় কোনদিকে তা স্পষ্ট হয়ে যাবে আর কয়েক ঘণ্টার মধ্যে। গত লোকসভা নির্বাচনের নিরিখে, মেদিনীপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত খড়গপুর সদর এবং রায়গঞ্জ লোকসভার অন্তর্গত কালিয়াগঞ্জে বিপুল ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত করিমপুরে এগিয়ে ছিল তৃণমূল।
বিধানসভা উপনির্বাচনের ভোট গণনা ঘিরে কড়া নিরাপত্তার আয়োজন করেছে নির্বাচন কমিশন। প্রতি গণনাকেন্দ্রের বাইরে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা। মূল গণনাকেন্দ্রের নিরাপত্তায় আছে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয়স্তরে রয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। তৃতীয়স্তরে রাজ্য পুলিশ। কাউন্টিং হলে ঢুকতে পারবেন শুধু ভোটকর্মী ও নির্বাচনী এজেন্টরা।
18:55 PM (IST) • 28 Nov 2019
18:53 PM (IST) • 28 Nov 2019
কালিয়াগঞ্জ, খড়গপুরের পর করিমপুরও তৃণমূলের।করিমপুরে ২৪ হাজার ১১৯ ভোটে জয়ী তৃণমূল।করিমপুরে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ২ হাজার ২১টি ভোট।বিজেপি পেয়েছে ৭৮ হাজার ৫০২টি।বাম-কংগ্রেস জোট পেয়েছে ১৮ হাজার ৪১৫টি ভোট।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জেও সবুজ ঝড়। প্রথমে পিছিয়ে থেকেও ২ হাজার ৪১৪ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী তপন দেব সিংহ।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছেড়ে যাওয়া খড়গপুর সদর কেন্দ্রেও জয়ী তৃণমূল প্রার্থী। ২০, ৮১১ ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
13:25 PM (IST) • 28 Nov 2019
খড়গপুরে তৃণমূল জিতেছে ২০,৮১১ ভোটে।
13:23 PM (IST) • 28 Nov 2019
কখনও কারও সঙ্গে ঝগড়া হয়নি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলেও হাতজোড় করি, বাংলার রাজনীতিতে সৌজন্যের অভাব নেই, রাজ্যপাল প্রসঙ্গে বললেন মমতা
12:54 PM (IST) • 28 Nov 2019
তৃণমূল অবাঙালি, রাজবংশী, আদিবাসী ভোট পেয়েছে, বিজেপি এবার মানে মানে বিদায় নিক, বললেন মমতা।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement