WB Election 2021 LIVE: নিজের গড়ে বিজেপির মিছিলে শোভন, ‘আধুনিক বেহালার রূপকার’ দাবি বৈশাখীর
West Bengal Assembly Election 2021: প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল করবেন শোভন চট্টোপাধ্যায়।

Background
কলকাতা: আজ তৃণমূল ও বিজেপির জোড়া মিছিল ঘিরে জমজমাট বেহালা। বেলা ১২টায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় মিছিল করবেন বেহালার ২৯ পল্লী থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। আবার বিকেলে পথে নামবেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বিকেল তিনটেয় বিজেপির মিছিলে পা মেলাবেন শোভন-বৈশাখী। তাঁরা মিছিল করবেন বেহালার ১৪ নম্বর বাসস্ট্যান্ড থেকে ঠাকুরপুকুর থ্রি এ বাসস্ট্যান্ড পর্যন্ত। প্রায় সাড়ে ৩ বছর পর নিজের গড় বেহালায় মিছিল করবেন শোভন চট্টোপাধ্যায়।
WB Election 2021:‘অনুশোচনা হয়’, এবার বেসুরো মালদা জেলা তৃণমূলের আহ্বায়ক, দলে স্বাগত জানাল বিজেপি

বিধানসভা ভোটের মুখে এবার বেসুরো মালদা জেলা তৃণমূলের আহ্বায়ক দুলাল সরকার। দলেরই একাংশের বিরুদ্ধে তাঁকে চেপে রাখার অভিযোগে সরব হলেন তিনি। ঝরে পড়ল আক্ষেপ। তিনি বললেন, দল সেকেন্ডম্যান করে রেখেছে, সেনাপতি করেনি। যোগ্য মনে করেনি বলে চেয়ারম্যান করেনি। যোগ্য মনে করেনি বলে প্রেসিডেন্ট করেনি। কিছু লোক হিংসা করে।

নিজের খাস তালুকেই এবার পোস্টার পড়ল শান্তিপুরের বিধায়ক তথা সদ্য বিজেপিতে যোগদানকারী অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে! কে বা কারা দিল এই পোস্টার? এ নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। মানুষের মনে বিভ্রান্তি তৈরির চেষ্টা, দাবি শান্তিপুরের বিধায়কের।






















