এবিপি আনন্দ চ্যানেলে শীঘ্র আসছে 'প্রধানমন্ত্রী ২'
দ্বিতীয় সিরিজে দেখানো হবে স্বাধীন ভারতের ইতিহাস। জানা যাবে অনেক অজানা তথ্য, যা এর আগে কখনও প্রকাশ পায়নি।
কলকাতা: টিভির পর্দায় ফিরে আসছে জনপ্রিয় শো 'প্রধানমন্ত্রী'। এবিপি আনন্দ চ্যানেলে খুব শীঘ্রই শুরু হতে চলেছে এই বহুল কথিত এবং ভারতীয় ভারতীয় নিউজ চ্যানেলের ইতিহাসে সবচেয়ে বড় অনুষ্ঠানের দ্বিতীয় সিরিজ, যার নাম 'প্রধানমন্ত্রী ২'। জনপ্রিয় অভিনেতা ধৃতিমান চট্টোপাধ্যায়ের সঞ্চালনায় বিপুল জনপ্রিয়তা লাভ করেছিল 'প্রধানমন্ত্রী' সিরিজ ১। এবার আবারও একই ভূমিকায় দেখা যাবে ধৃতিমানকে।
দ্বিতীয় সিরিজে দেখানো হবে স্বাধীন ভারতের ইতিহাস। জানা যাবে অনেক অজানা তথ্য, যা এর আগে কখনও প্রকাশ পায়নি। অনেক গল্প যা আমরা অনেকেই হয়ত ভুলে গিয়েছি। এখানে দেখানো হবে স্বাধীনোত্তর ভারতের রাজনৈতিক পট-পরিবর্তন থেকে শুরু করে কাশ্মীর-ইস্যু।
এর আগে, 'প্রধানমন্ত্রী' সিরিজ ১-এর ২৬টি এপিসোডে দেখানো হয়েছিল বিংশ শতাব্দীর চারের দশকে ভারতের স্বাধীনতার লড়াই থেকে শুরু করে '৭১-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সেই সঙ্গে জড়িয়ে পড়া ভারতীয় রাজনীতির বিভিন্ন দিক—যা দর্শকদের মোহিত করেছিল। এবারও তার ব্যতিক্রম হবে না বলেই আশা তামাম দর্শককূলের।