Narendra Modi: রবিবার মোদির শপথ, শুভ কাজের আগে 'দহি-চিনি' খাওয়ালেন রাষ্ট্রপতি
Prime Minister Oath Preparation: NDA-র সংসদীয় দলের বৈঠকে জোটের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এদিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানায় NDA শিবির।
নয়াদিল্লি: তৃতীয়বার কেন্দ্রে সরকার গঠনের পথে নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার সন্ধে সাতটা পনেরো মিনিটে শপথ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার দাবিপত্র পেশ করেন তিনি। আর নরেন্দ্র মোদিকে এদিন 'দহি-চিনি' ('Dahi-Cheeni') খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)।
Exercising powers vested in her under Article 75 (1) of the Constitution of India, President Droupadi Murmu today appointed @narendramodi to the office of Prime Minister of India.
— President of India (@rashtrapatibhvn) June 7, 2024
The President requested Shri Narendra Modi to:
i) advise her about the names of other persons to… pic.twitter.com/L3qELsX3Vl
সরকার গঠনের পথে: তৃতীয় মোদি সরকার গঠনের প্রস্তুতি তুঙ্গে। NDA-র সংসদীয় দলের বৈঠকে জোটের নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদি। এদিন বিকেলে রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে সরকার গঠনের দাবি জানায় NDA শিবির। সেখানে বিজেপি-সহ NDA-র ২৯৩ জন সাংসদের সই সম্বলিত সমর্থনপত্র পেশ করেন নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নরেন্দ্র মোদি বলেন, 'আরও একবার দেশ সেবার সুযোগ দেওয়ায় ধন্যবাদ। দেশের আশা-আকাঙ্খা পূরণে কোনওরকম খামতি রাখব না। রবিবার সন্ধে শপথগ্রহণের সময় দিয়েছেন রাষ্ট্রপতি। আরও উৎসাহের সঙ্গে, আরও বড় লক্ষ্য পূরণের পথে এগোব।'
শুক্রবার সংসদের সেন্ট্রাল হলে এনডিএ-র বৈঠকে বিজেপি সাংসদদের গলায় ফের মোদি মোদি ধ্বনি ওঠে। শরিকদের মুখে বারবার উঠে আসে মোদির কথা, তাঁর প্রশংসা। বিরোধীরা পাল্টা বলছেন, নীতীশ কুমার কিংবা চন্দ্রবাবু নাইডু অতীতে বারবার কখনও কংগ্রেস-কখনও বিজেপি সম্পর্কে এরকম কথা বলেছেন। আবার পরে তাদের ছেড়েও দিয়েছেন। আর তাই নরেন্দ্র মোদিও জানেন, এবার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার চালাতে গিয়ে তাঁকে পদে পদে শরিকদের ওপর নির্ভর করে চলতে হবে। মোদির নীতীশ-নায়ডু নির্ভরশীলতা। এই পরিস্থিতিতে শুক্রবার NDA-র বৈঠকে বারবার নীতীশ কুমার ও চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে কথা বলতে দেখা গেছে নরেন্দ্র মোদিকে। পাশাপাশিই বসছিলেন তাঁরা। ভাষণেও বারবার NDA-র কথা বললেন, শরিকদের কথা বলতেও শোনা গেল মোদিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Sealdah Train Service: শিয়ালদা স্টেশনে কি ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ ? কী বলছে রেল