(Source: ECI/ABP News/ABP Majha)
Delhi Air Pollution: রাজধানীতে বাড়ছে দূষণ, স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত সরকারের
Delhi School Close: আজ ও কাল রাজধানীতে বন্ধ থাকবে প্রাথমিক স্কুল। পাশাপাশি দিল্লি ও এনসিআরে অপ্রয়োজনীয় নির্মাণও নিষিদ্ধ করেছে কেরজিওয়াল সরকার।
কলকাতা: দূষণে জেরবার দিল্লি (New Delhi Pollution)। বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে রাজধানীর বায়ু দূষণ। এই পরিস্থিতিতে আগামী ২দিন রাজ্য়ের প্রাথমিক স্কুল বন্ধ (Delhi School Close) রাখার ঘোষণা করেছে দিল্লি সরকার। আজ ও কাল রাজধানীতে বন্ধ থাকবে প্রাথমিক স্কুল। বায়ুদূষণ থেকে খুদে পড়ুয়াদের রক্ষা করতেই এমন সিদ্ধান্ত। পাশাপাশি দিল্লি ও এনসিআরে অপ্রয়োজনীয় নির্মাণও নিষিদ্ধ করেছে কেজরিওয়াল সরকার।
বিপজ্জনক পর্যায়ে রাজধানীর বায়ু দূষণ: দূষণের গ্রাসে রাজধানী। পরিস্থিতি এই পর্যায় পৌঁছে গিয়েছে যে এবার স্কুল বন্ধের সিদ্ধান্ত নিল সরকার। গতকাল, বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, আগামী দুদিন বন্ধ থাকবে সব প্রাথমিক স্কুল। বায়ু দূষণের মাত্রা বৃদ্ধি পাওয়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলা হয়েছে, এই দুদিন অনলাইন ক্লাস নিতে পারে স্কুলগুলি। পাশাপাশি, দিল্লি NCR-এ নির্মাণ কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
আলো ফুটলেও তা স্পষ্ট নয়। ধোঁয়াশার জেরে বাড়ছে চোখ জ্বালা। গত কয়েকদিনে এমনই পরিস্থিতি দিল্লির। যা এবার পৌঁছে গিয়েছে বিপজ্জনক পর্যায়। বৃহস্পতিবার দিল্লির বাতাসের গুণমান ছিল ৪০২। বাতাসের গুণমান ২০১ থেকে ৩০০-র মধ্যে থাকলে তাকে ক্ষতিকর বলে ধরা হয়। ৩০১ থেকে ৪০০-র মধ্যে বাতাসের গুণমান থাকলে তা অত্যন্ত ক্ষতিকর এবং ৪০১ থেকে ৫০০-র মধ্যে থাকলে পরিস্থিতি গুরুতর বলে ধরা হয়।
বছর আসে, বছর যায়, কিন্তু বায়ু দূষণ নিয়ে দিল্লিবাসীর ভয় কাটে না। ধোয়াঁশার চাদরে ঢেকে গিয়ে রাজধানী। উৎসবের মরশুম এখনও শেষ হয়নি। ঠান্ডা পড়তে এখনও বেশ কিছুটা দেরি। আবার আগামী সপ্তাহে রয়েছে দীপাবলি। কিন্তু এরই মধ্যে ফের ভয় ধরাচ্ছে দিল্লির দূষণ। দিনের বেলাতেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। এর আগে গত দুবছরও স্কুল সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার।
প্রতিবছরই দীপাবলির সময় দূষণে ঢাকে দিল্লি। নভেম্বর মাস পড়তে না পড়তেই ফের দূষণ ত্রাস। পাশাপাশি এই সময়ে পশ্চিম উত্তরপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাবের বিস্তীর্ণ অংশে ফসলের গোড়া পোড়ানো হয়। তার জেরেও ভয়াবহ দূষণের শিকার হয় দিল্লি, নয়ডা এবং বিস্তীর্ণ লাগোয়া এলাকা। গত বছরও দীপাবলির রাতের পরেই দিল্লির বাতাসের মান চলে যায় 'Very Poor', অর্থাৎ 'খুব খারাপ' ক্যাটেগরিতে। ধোঁয়াশায় ঢেকে গিয়েছিল রাজধানীর আকাশ।
আরও পড়ুন: DA Protest: নাটকের মাধ্যমে প্রতিবাদ, ডিএ-র মঞ্চে উঠে এল একাধিক দুর্নীতি