(Source: ECI/ABP News/ABP Majha)
উপলক্ষ্য সপ্তম যোগ দিবস, আগামিকাল সকালে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
সকাল সাড়ে ৬ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: ২১ জুন সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষ্যে আগামিকাল সোমবার সকাল সাড়ে ৬ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রতিবারই এই দিনটি পালন করেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বছরও টেলিভিশনের পর্দায় যোগ দিবসে হাজির থাকবেন তিনি।
রবিবার নিজের ট্যুইটার হ্যান্ডেলে সে কথা জানিয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, 'আগামিকাল ২১ জুন, আমরা সপ্তম যোগা দিবস পালন করব। 'সু-স্বাস্থ্যের জন্য যোগা' এটাই এই বছরের থিম। আগামিকাল সকাল ৬:৩০-এ যোগা দিবসের অনুষ্ঠান সম্প্রচারিত হবে।'
Tomorrow, 21st June, we will mark the 7th Yoga Day. The theme this year is ‘Yoga For Wellness’, which focusses on practising Yoga for physical and mental well-being. At around 6:30 AM tomorrow, will be addressing the Yoga Day programme.
— Narendra Modi (@narendramodi) June 20, 2021">
২০১৪ সাল থেকে প্রতি বছর ২১ জুন দিনটি ‘বিশ্ব যোগ দিবস’ হিসাবে পালন করে রাষ্ট্রপুঞ্জ। ২০১৬ সালে বিশ্বের প্রায় ২০ কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন এই যোগ দিবসে। ২০১৭-তে ভারত ছাড়াও চিন, পাকিস্তান, মালয়েশিয়া, আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, লেবানন, কানাডা-সহ মোট ১৮০টি দেশে পালিত হয়েছে ‘বিশ্ব যোগ দিবস’।
অন্যান্য বছর পশ্চিমবঙ্গেও পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস। কলকাতার ময়দানে এবং বিমানবন্দরেও যোগচর্চার মাধ্যমে পালিত হতে দেখা গিয়েছে। শহর থেকে শহরতলী সর্বত্রই সাড়ম্বরে পালিত হয় যোগদিবস। তবে মহামারি এই উদযাপনে খানিকটা বাধা তৈরি করলেও স্বাস্থ্য সচেতন মানুষ নিজেদের মতো করেই পালন করে থাকেন দিনটি।
উল্লেখ্য, যোগ দিবসের আগে যোগাসন শেখার জন্য এক বছরের কোর্সের ঘোষণা করেছে দিল্লি সরকার। এক বছরের এই ডিপ্লোমা কোর্সের নাম মেডিটেশন এন্ড যোগ সায়েন্স। আজ, রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল জানান, যোগাসন এবং ধ্যানের জন্য দিল্লি সরকার প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছিল।
তিনি বলেন, যাঁরা একসঙ্গে অনেকে মিলে যোগাসন শিখতে যান তাঁদের জন্য বিনামূল্যে প্রশিক্ষকের ব্যবস্থা করবে দিল্লি সরকার। যোগাসনের জন্য একটি নির্দিষ্ট বাজেট রয়েছে আমাদের। যোগাসন দিল্লিতে গণ আন্দোলন গড়ে তুলতে পারে বলে এদিন এক অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। ওই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫০ জন যোগব্যায়াম প্রশিক্ষক।