Covid Update: করোনা আক্রান্ত প্রিয়ঙ্কার পরিবারের সদস্য, নিভৃতবাসে নেত্রী
Priyanka Gandhi's Family Member Covid Positive: উপসর্গহীন প্রিয়ঙ্কা নিজেও করোনা পরীক্ষা করান। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে।
নয়া দিল্লি: দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনাভাইরাস। দিল্লিতে বাড়ছে ভাইরাসের পজিটিভিটি রেট। এই পরিস্থিতিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী সোমবার জানান যে তাঁর পরিবারের একজন সদস্য এবং তার একজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত। যদিও উপসর্গহীন প্রিয়ঙ্কা নিজেও করোনা পরীক্ষা করান। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি নিজে আইসোলেশনে রয়েছেন।
এদিন টুইটারে কংগ্রেস নেত্রী লেখেন, "আমার পরিবারের একজন সদস্য এবং আমার একজন কর্মী গতকাল COVID-19 পজিটিভ হয়েছেন। আমিও পরীক্ষা করিয়েছি তবে রিপোর্ট নেগেটিভ এসেছে। চিকিৎসকেরা আমায় নিভৃতবাসে থাকার কথা জানিয়েছেন। আরও বেশ কয়েকটি পরীক্ষা করার নির্দেশও দিয়েছেন।"
বর্তমানে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত রয়েছেন প্রিয়ঙ্কা। উত্তর প্রদেশে কংগ্রেসের হয়ে প্রচার করার গুরুদায়িত্ব তাঁরই। ক্ষমতাসীন বিজেপির উপর সোনিয়া কন্যার পরপর আক্রমণ কার্যত শিরোনাম তৈরি করে চলেছে। বিজেপি-শাসিত ইউপিতে কংগ্রেস দলের শক্তি বৃদ্ধি করতেই লড়াই জারি রেখেছেন নেত্রী।
আরও পড়ুন, ২০২০-এর লকডাউন স্মৃতি ফিরিয়ে আনবে ২০২২? ওমিক্রন ঝড়ে কাঁপছে বিশ্ব
এদিকে, রাজধানীতে ক্রমাগত বেড়ে চলেছে করোনাভাইরাস দাপট। এই আবহে সোমবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন যে গত দু দিনে প্রবলহারে বাড়ছে করোনা। কোভিড আক্রান্তের মধ্যে ৮৪ শতাংশ ক্ষেত্রে ওমিক্রনের উপস্থিতি পাওয়া যাচ্ছে। সোমবারও প্রায় ৪ হাজারের বেশিও করোনা আক্রান্ত হতে পারে দিল্লিতে। পজিটিভিটি রেটও প্রায় ৬.৫ শতাংশ হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, বর্তমানে ২০২ জন রোগী ভর্তি রয়েছেন দিল্লির হাসপাতালে। দিল্লি গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে। পজিটিভিটি রেটও বাড়ছে পাল্লা দিয়ে। ইতিমধ্যেই দিল্লি সরকার শহরে একটি হলুদ সতর্কতা জারি করেছে। নাইট কারফু, স্কুল, কলেজ, জিম এবং সিনেমা হল বন্ধ করা হয়েছে।