LIVE UPDATES: বহড়ুতে লক্ষ্মীকান্তপুর লোকালে কামরার ভেতর ছোঁড়া হল পাথর

Background
হাওড়া: জাতীয় নাগরিক পঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে আজও জেলায় জেলায় বিক্ষোভ চলছে। হাওড়ার আমতায় চলছে রেল অবরোধ। হলদিয়া-পাঁশকুড়া শাখায় বাসুলিয়া স্টেশনেও অবরোধ চলছে।
হাওড়ার আমতা স্টেশনে সকাল ৭টা থেকে রেললাইন অবরোধ শুরু হয়েছে। ফলে হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচল বন্ধ। আমতার কলাতলা ও ছোট পোল এলাকায় রাস্তা অবরোধও চলছে। ফলে বন্ধ রয়েছে হাওড়া-আমতা রোডে যান চলাচল।
পূর্ব মেদিনীপুরে দক্ষিণ-পূর্ব রেলের হলদিয়া-পাঁশকুড়া শাখায় বাসুলিয়া স্টেশনে ট্রেন অবরোধ চলছে। সকাল সাড়ে ৬টা থেকে অবরোধ শুরু হয়। আটকে পড়ে হলদিয়া-হাওড়া লোকাল ও একটি মালগাড়ি। অশান্তি এড়াতে নামানো হয়েছে র্যাফ। মোতায়েন আরপিএফ ও সুতাহাটা থানার বিশাল পুলিশ বাহিনী।
দক্ষিণ বারাসত ও হোগলা স্টেশনের মাঝে ওভারহেড তারে কলাপাতা পড়ায় বন্ধ ট্রেন চলাচল। টাওয়ারম্যান ঘটনাস্থলে গিয়েছেন।
























