Pune Girl Taking Selfie: সেলফি তুলতে গিয়ে পা পিছলে খাদে তরুণী! তারপর? শিউরে উঠবে গা
Viral News: সেলফি তুলতে গিয়ে টাল সামলাতে না পেরে কোনওভাবে পাশের গভীর খাদে পড়ে যান তরুণী
পুনে: সেলফি (Selfie Accident) তুলতে গিয়ে ভয়াবহ ঘটনা। ভারসাম্য হারিয়ে সোজা খাদে পড়লেন এক তরুণী। মহারাষ্ট্রের সাতারায় এমন ঘটনা ঘটেছে।
সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই তরুণী পুনের (Pune Girl Fall) বাসিন্দা। বন্ধুদের সঙ্গে মহারাষ্ট্রের (Maharastra) সাতারা জেলায় বর্নি ঘাটে (Borne Ghat) ঘুরতে এসেছিলেন তিনি। তোষেঘর জলপ্রপাত (Thoseghar Waterfall)-এ সেলফি তুলতে গিয়ে বিপদে পড়েন। টাল সামলাতে না পেরে কোনওভাবে পাশের গভীর খাদে পড়ে যান।
যদিও এই যাত্রায় ভাগ্য সহায় ছিল ওই তরুণীর। একজন হোমগার্ড এবং কিছু লোক ও সঙ্গীদের সাহায্যে তাঁকে দড়ির মাধ্যমে তুলে আনা হয় খাদ থেকে। উদ্ধারকাজের সেই ভিডিও এখন সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল। উদ্ধার করার পরে দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হল হাসপাতালে, সেখানে তাঁর চিকিৎসা চলছে, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।
মহারাষ্ট্রের সাতারায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। এটা মনসুন ট্যুরিজমের (Monsoon Tourism) সময়। ফলে অনেক পর্যটকই যাচ্ছেন ঘুরতে নানা জায়গায়। কিন্তু ভারী বৃষ্টিতে বেড়ে যায় বিপদের আশঙ্কাও।
#Pune : This girl slipped & fell down a 150 ft gorge while taking selfie along with her group of 5 boys & 3 girls, she was rescued by a team of local rescue team.
— Amitabh Chaudhary (@MithilaWaala) August 4, 2024
This reel and selfie addicts are a real menace, daily we hear of such incidents , how can people be so careless… pic.twitter.com/5w3iIHzhYt
সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা এই প্রথম নয়। কদিন আগেই মহারাষ্ট্রে এক জলপ্রপাতের পাশেই সেলফি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হয়েছিল ইন্সটাগ্রামের ট্রাভেল ইন্ফলুয়েন্সার আনভি কামদারের (aanvi kamdar)। মহারাষ্ট্রের রায়গড় জেলায় কুম্ভে জলপ্রপাতের কাছে ওই দুর্ঘটনা ঘটেছিল। মাত্র ২৬ বছর বয়সে মর্মান্তিক মৃত্যু হয়েছিল তাঁর। উনিও বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন ওখানে। সংবাদমাধ্য়মে প্রকাশিত যে ওই এলাকায় আপাতত পর্যটনে লাগাম টানা হচ্ছে। বিপজ্জনক ভাবে সেলফি তোলা রুখতে সচেতনতা প্রসার করা হচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: মার্কিন মুলুকে মন্দার ছায়া? কতটা প্রভাব ভারতে? বাড়ছে আশঙ্কা