Rahul Gandhi : সংসদে কামব্যাক রাহুলের, ১০ জনপথের সামনে নাচ-গান, খাড়গেকে লাড্ডু খাওয়ালেন অধীর
Rahul Gandhi Returns : সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফিরে পান সাংসদ পদ।
বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ( Supreme Court ) স্বস্তি মেলার পর, এবার সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গাঁধী ( Rahul Gandhi ) । লোকসভার স্পিকারের ( Speaker ) সচিবালয় থেকে মিলেছে এই তথ্য। শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে, আগামী বছর লোকসভা নির্বাচনেও লড়তে পারবেন তিনি। যার জেরে ফের প্রশ্ন উঠে গেল তাহলে ২০২৪ সালের লোকসভা ভোটে লড়াই হবে মোদি বনাম রাহুল?
মঙ্গলবার থেকে সংসদে শুরু হচ্ছে মোদি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা। তার আগেই সংসদে ফিরতে চলেছেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। মোদি-পদবি বিতর্কে মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গাঁধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা দেয় সুরাত আদালত। ২৪ মার্চ, খারিজ হয় রাহুলের সাংসদ পদ। এরপর গুজরাত হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রাহুল। সর্বোচ্চ আদালতের নির্দেশে ফিরে পান সাংসদ পদ।
নিম্ন আদালতের রায় নিয়ে কড়া প্রশ্ন ছুড়ে সুপ্রিম কোর্টের ৩ বিচারপতির বেঞ্চ মন্তব্য় করে, 'অভিযোগ যখন জামিনযোগ্য়, তখন নিম্ন আদালতের বিচারকের থেকে এটুকু অন্তত আশা করা যায় যে, তিনি সর্বোচ্চ সাজা দেওয়ার কারণ দেখাবেন। নিম্ন আদালত ও হাইকোর্ট আবেদন খারিজ করতে পাতার পর পাতা খরচ করেছে। কিন্তু, এই বিষয়গুলো বিবেচনা করা হয়নি।'
তবে এদিন রাহুল গাঁধীকে সর্বোচ্চ আদালত এও বলে,' তাঁর মন্তব্য রূচিপূর্ণ নয়। জনতার সঙ্গে যুক্ত থাকা কোনও ব্যক্তিকে জনগণের সামনে বক্তব্য রাখার ক্ষেত্রে আরও সাবধানী হওয়া উচিত। আবেদনকারীর আরও সতর্ক হওয়া উচিত।'
সংসদে পা রাখার খবর পেয়ে উৎসবের মেজাজে মেতেছেন কংগ্রেস কর্মীরা। দিল্লির ১০ নম্বর জনপথে, সনিয়া গাঁধীর বাসভবনের বাইরে ধরা পড়ল বর্ণময় ছবি। রাহুলের ছবি দেওয়া ফ্লেক্স নিয়ে রঙিন পোশাকে সেজে চলছে নাচ-গান, লাড্ডু বিলি। সংবাদ সংস্থা এএমআইয়ের ভিডিওয় দেখা গেল রাহুলের প্রত্যাবর্তনের খবরে রীতিমতো হইহই পড়ে গিয়েছে কংগ্রেস দফতরে। দেখা গেল, লাড্ডুর থালা নিয়ে এগিয়ে এসেছেন লোকসভার সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি মিষ্টিমুখ করালেন মল্লিকার্জুন খাড়গেকে।
#WATCH | I.N.D.I.A alliance leaders celebrate following restoration of Lok Sabha membership of Congress leader Rahul Gandhi.
— ANI (@ANI) August 7, 2023
(Source: AICC) pic.twitter.com/vaVwBcreYM
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন https://t.me/abpanandaofficial