এক্সপ্লোর
ইভিএমে যে বোতামই টিপুন, ভোট পাব আমরাই! বিজেপি বিধায়কের বিতর্কিত ভিডিও ট্যুইটে পোস্ট করলেন রাহুল
ভিডিওতে দেখা যাচ্ছে, বকশিসের ওই দাবি শুনে হাসিতে ফেটে পড়ছে জনসভায় উপস্থিত দর্শকরা। বকশিস বলছেন, ইচ্ছা করে বলছি না, কিন্তু কাকে আপনারা ভোট দিয়েছেন, চাইলেই আমরা জেনে ফেলব। এর কারণ মোদিজি ‘বুদ্ধিমান’, মনোহর লাল খট্টারও ‘বুদ্ধিমান’।

নয়াদিল্লি: বিজেপি এমএলএ-র বিস্ফোরক দাবির একটি ভিডিও নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করলেন রাহুল গাঁধী। ভিডিওতে বকশিস সিংহ নামে হরিয়ানার ওই বিজেপি বিধায়ককে এক জনসভায় বলতে শোনা যাচ্ছে, ভোটাররা ইলেকট্রনিক ভোটযন্ত্রে (ইভিএম) যে বোতামই টিপুন না কেন, ভোটটা কিন্তু বিজেপির ঘরেই পড়বে! বিজেপি বিধায়কের বিতর্কিত দাবির ভিডিওর সঙ্গে রাহুল শিরোনাম লিখেছেন, বিজেপিতে সবচেয়ে সত্ লোক ইনি!
The most honest man in the BJP. pic.twitter.com/6Q4D43uo0d
— Rahul Gandhi (@RahulGandhi) October 21, 2019
বিরোধীরা গত বেশ কয়েকটি নির্বাচনে ভরাডুবির পর ইভিএমে কলকাঠি নাড়ার অভিযোগ তুুলে দেশে পরবর্তী সব নির্বাচনে ভোটগ্রহণ ব্যালটপত্রে করানোর দাবিতে নির্বাচন কমিশনে দরবার করেছিল। বিজেপির বিধায়কের বক্তব্যে ভোটযন্ত্রে শাসক দলকে সুবিধা পাইয়ের দেওয়ার অভিযোগেরই সমর্থন রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বকশিসের ওই দাবি শুনে হাসিতে ফেটে পড়ছে জনসভায় উপস্থিত দর্শকরা। বকশিস বলছেন, ইচ্ছা করে বলছি না, কিন্তু কাকে আপনারা ভোট দিয়েছেন, চাইলেই আমরা জেনে ফেলব। এর কারণ মোদিজি ‘বুদ্ধিমান’, মনোহর লাল খট্টারও ‘বুদ্ধিমান’। আপনারা যাকেই ভোট দিন, সেটা শুধু পদ্মফুলেই পড়বে। যে বোতামই টিপুন, সেটা বিজেপিতেই যাবে, কারণ ইভিএমের একটা অংশে আমরা কলকাঠি করে রেখেছি। মহারাষ্ট্র, হরিয়ানায় আজ ভোটগ্রহণ চলছে। ভোটগণনা ২৪ অক্টোবর। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















