Rajasthan Free Electricity: রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, ভোটের আগে বড় ঘোষণা রাজস্থানের মুখ্যমন্ত্রীর
Rajasthan Free Electricity: কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের রণকৌশলই কি অনুসরণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ? ভোটের মুখে বড় ঘোষণা গেহলট সরকারের।
জয়পুর: কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের রণকৌশলই কি অনুসরণ করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ? ভোটের মুখে বড় ঘোষণা গহলৌত সরকারের। মূলত দোরগড়ায় বিধানসভা ভোট। আর তার আগেই রাজস্থানে নতুন জনমোহিনী প্রতিশ্রুতির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM)।
রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত জানিয়েছেন, ১০০ ইউনিট অবধি বিদ্যুতের কোনও বিল দিতে হবে না রাজস্থানবাসীকে। পরবর্তী ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল হিসেবে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই হবে। ট্যুইটারে তিনি জানিয়েছেন, বিদ্যুতের বিল যতই হোক না কেন, প্রথম ১০০ ইউনিটের জন্য কোনও মূল্য দিতে হবে না।'
महंगाई राहत शिविरों के अवलोकन व जनता से बात करने पर फीडबैक आया कि बिजली बिलों में मिलने वाली स्लैबवार छूट में थोड़ा बदलाव किया जाए.
— Ashok Gehlot (@ashokgehlot51) May 31, 2023
- मई महीने में बिजली बिलों में आए फ्यूल सरचार्ज को लेकर भी जनता से फीडबैक मिला जिसके आधार पर बड़ा फैसला किया है.
-
- 100 यूनिट प्रतिमाह तक बिजली… pic.twitter.com/z27tJRuyaf
তিনি ট্যুইটে আরও লেখেন, বিশেষ করে মধ্যবিত্তদের কথা মাথায় রেখে আরও একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত গ্রাহকরা ২০০ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাঁদের প্রথম ১০০ ইউনিট অবধি বিদ্যুৎ বিনামূল্যে তো দেওয়া হবেই, পাশাপাশি ২০০ ইউনিট অবধি ফিক্সড চার্জ, জ্বালানি সার চার্জ, অন্যান্য সকল চার্জের' মুকুব নিয়ে বার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি রাজস্থানের কংগ্রেস সরকার, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০০ টাকা করেছে। এজন্য বরাদ্দ করা হয়েছে বিপুল অঙ্কের ভর্তুকি। আর এবার কর্ণাটকের বিধানসভা ভোটে কংগ্রেসের ভোটযুদ্ধরীতি অনুসরণ করে বিনামূল্য়ে বিদ্যুৎ সরবারহের প্রতিশ্রুতি দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। প্রসঙ্গত, বিনামূল্যের বিদ্যুৎ,শিক্ষিত বেকারদের ভাতা, মৎসজীবীদের সস্তায় ডিজেল দেওয়ার মতো পাঁচ দফা প্রতিশ্রুতিতেই কর্ণাটকে বাজিমাত করেছে কংগ্রেস।
আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?
আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?
মূলত চলতি বছরেই বিধানসভা নির্বাচন রয়েছে রাজস্থানে। ঠিক তার আগেই রাজ্য সরকারের এই ঘোষণা কংগ্রেসের ভোটব্যাঙ্কে প্রভাব ফেলবে কিনা, এনিয়ে চাপানউতোর রাজনৈতিক মহলে। তবে কর্ণাটকে কংগ্রেসের বিরাট জয়ের পরপরই রাজস্থানের সরকারের এই ঘোষণা রীতিমত তাৎপর্যপূর্ণ বলেই দাবি ওয়াকিবহাল মহলের।