লকডাউনে ক্ষতিগ্রস্ত লোকশিল্পীদের সহায়তায় অভিনব উদ্যোগ রাজস্থান সরকারের
এমন অনেক শিল্পী আছেন, যাঁদের আয়ের একমাত্র উৎস হল সঙ্গীত পরিবেশন বা পারফরম্যান্স।
জয়পুর: দেশব্যাপী লকডাউনের জেরে বিপদে পড়া লোকশিল্পীদের সহায়তায় এগিয়ে এল রাজস্থাল সরকার। লোকশিল্পীদের জন্য বিশেষ প্রকল্প চালু করেছে রাজস্থানের সংস্কৃতি দফতর। সেখানে বলা হয়েছে, ওই শিল্পীরা তাঁদের পারফরম্যান্সের ভিডিও করে পাঠাক। সরকার সেই পারফরম্যান্স বিচার করে তাঁদের পুরস্কৃত করবে।
রাজস্থানের কলা ও সংস্কৃতি মন্ত্রী বিডি কাল্লা বলেন, গ্রামীণ এলাকায় বাস করা একক লোকশিল্পী তাঁদের নিজ নিজ ঘরে একটি ১৫-২০ মিনিটর পারফরম্যান্স করুক। সেই ভিডিও পাঠাক আমাদের কাছে। এমন অনেক শিল্পী আছেন, যাঁদের আয়ের একমাত্র উৎস হল সঙ্গীত পরিবেশন বা পারফরম্যান্স। করোনা বিপর্যয়ের এই সময়ে এমন অভিনব প্রকল্পের মাধ্যমে ওই শিল্পীদের সাহায্য় করার চেষ্টা করছে রাজস্থান সরকার।
জয়পুরের রবীন্দ্র মঞ্চকে এই প্রকল্পের নোডাল কেন্দ্র করা হয়েছে। ওই প্রকল্পের আওতায়, শুধুমাত্র একক লোকশিল্পী, লোকযন্ত্রশিল্পী, লোকনৃত্যশিল্পী ও লোকগীতশিল্পীদের আবেদন গ্রহণ করা হবে। জানানো হয়েছে, মোবাইল ফোন বা ক্যামেরায় ওই পারফরম্যান্স রেকর্ড করে পাঠানো যাবে। সঙ্গে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য, আধার কার্ডের প্রতিলিপি, ইত্যাদি। জানা গিয়েছে, প্রত্যক জয়ীকে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।