Sirohi News: ভুল ইঞ্জেকশনে ৮ বছরের শিশুকন্যার মৃত্যু, গ্রেফতার ভুয়ো ডাক্তার
Rajasthan News: মৃতা শিশুকন্যার পরিবারের লোকজন স্বরূপগঞ্জ থানায় রিপোর্ট দায়ের করেছেন এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।

Rajasthan News: ৮ বছর বয়সী শিশুকন্যার মৃত্যু। রাজস্থানের কাচোলি জেলার সিরোহিতে গ্রেফতার এক ভুয়ো ডাক্তার। মৃত শিশুর পরিবারের সদস্যরা এই ডাক্তারকে চরম সাজা দেওয়ার দাবি তুলেছেন। পুলিশ সেই চিকিৎসককে (Sirohi News) হেফাজতে নিয়েছে এবং মৃত শিশুর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে গ্রেফতার হওয়া সেই ডাক্তারের (Fake Doctor Arrested) নাম মনসুর আলি এবং মৃতার নাম জাহ্নবী, নরপৎ সিংয়ের মেয়ে।
সিরোহি জেলার চিফ মেডিকেল ও হেলথ অফিসার দীনেশ খরাদি জানিয়েছেন এই মামলার গুরুত্ব অনুধাবন করে ময়না তদন্তের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পিন্দওয়ারার চিফ ব্লক মেডিকেল অফিসার এই সমগ্র ঘটনার সাপেক্ষে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। সমগ্র জেলায় যতগুলি এরকম ভুয়ো চিকিৎসা কেন্দ্র আছে সবগুলির উপরে নিষেধাজ্ঞা জারি করা হবে বলেই জানিয়েছেন তিনি।
ভুয়ো চিকিৎসকদের নেটওয়ার্ক নিয়ে উঠছে প্রশ্ন
সিরোহি জেলায় ভুয়ো চিকিৎসকদের নেটওয়ার্ক নিয়ে প্রশ্ন উঠছে। কোনও ডিগ্রি ছাড়া কীভাবে এই চিকিৎসকেরা কার নিরাপত্তার হাতছানিতে এভাবে মানুষের প্রাণ নিচ্ছেন ? প্রশ্ন উঠছে অনেক মহলে। স্থানীয় প্রশাসনের মদতেই কি এই ভুয়ো চিকিৎসকদের বাড়বাড়ন্ত ? সন্দেহের আঙুল তুলছেন এলাকাবাসীরা। এর আগেও জেলায় ভুয়ো চিকিৎসকদের কারণে বহু মানুষের প্রাণ গিয়েছে। কিন্তু কোনও উপযুক্ত পদক্ষেপ না করার কারণে এই ধারা বন্ধ হয়নি সম্পূর্ণরূপে।
পরিবারের সদস্যরা কড়া পদক্ষেপের দাবি করেছেন
মৃতা শিশুকন্যার পরিবারের লোকজন স্বরূপগঞ্জ থানায় রিপোর্ট দায়ের করেছেন এবং অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন। পুলিশ অফিসার কমল সিং জানিয়েছেন যে এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে, পুলিশি তদন্ত চলছে। তিনি আশ্বাস দিয়েছেন যে অভিযুক্তকে রেয়াত করা হবে না কোনও অবস্থাতেই।
পিন্দওয়ারার ব্লক চিফ মেডিকেল অফিসারের কর্তব্য নিয়েও উঠছে প্রশ্ন
স্থানীয় স্বাস্থ্য পরিষেবা বিভাগ কীভাবে কাজ করে যেখানে এই ধরনের ভুয়ো চিকিৎসকেরা প্রকাশ্যে ডিগ্রি ছাড়াই এই মানুষগুলির প্রাণ নিয়ে ছিনিমিনি খেলতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিসিএমও ভূপেন্দ্র প্রতাপ সিং এখনও কেন কোনও আইনি পদক্ষেপ করেননি ? এই ঘটনায় চিকিৎসকদের সঙ্গে মেডিকেল অফিসারের সংযোগের দিকেও আঙুল তুলছে পুলিশ।
আরও পড়ুন: Rupay Select Debit Card: এই ডেবিট কার্ড ব্যবহার করেন ? বড় বদল আনছে NPCI; জেনে রাখা জরুরি






















