Ayodhya Ram Temple Inauguration: অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ রাজনীকান্তকে, বিনোদন জগতের আর কারা ?
Sri Ram Janmabhoomi Tirath Kshetra Trust : ২২ জানুয়ারি দুপুরে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালাকে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট

চেন্নাই: অযোধ্যা রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হল অভিনেতা রজনীকান্তকে (Rajinikanth) । বিজেপি নেতা রা. অর্জুনমূর্তি (Ra.Arjunamurthy) তাঁর সোশ্যাল মিডিয়া এক্স প্ল্যাটফর্মে (Twitter) কয়েকটি ছবি পোস্ট করে এই খবরটি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে সাদা কুর্তা-ধুতি পরিহিত রজনীকান্তের হাতে আমন্ত্রণপত্র তুলে দেওয়া হচ্ছে।
বিজেপি নেতা রা.অর্জুনমূর্তি তাঁর সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে লিখেছেন, 'আজকের ঘটনাটি ছিল আমার জীবনের সেরা অভিজ্ঞতা। আমাদের প্রিয় নেতা রজনীকান্তের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করতে পেরে এবং অযোধ্যা রাম জন্মভূমি তীর্থক্ষেত্রর তরফে সপরিবারে তাঁকে আমন্ত্রণ জানাতে পেরে আমি খুব খুশি। RSS কার্যকর্তাদের সঙ্গে তাঁকে ২২ জানুয়ারির কুম্ভাভিষেক অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলাম।'
எனது வாழ்நாளில் கிடைத்த அரும்பாக்கியமாக இன்றைய நிகழ்வு அமைந்தது!
— Ra.Arjunamurthy | ரா.அர்ஜூனமூர்த்தி (@RaArjunamurthy) January 2, 2024
நம் அன்பு தலைவர் திரு. @rajinikanth அவர்களை அவரது இல்லத்தில் சென்று அயோத்தி, ராம ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில் அவரது குடும்பத்தினரையும் ஜனவரி 22 ம்தேதி அயோத்தி கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி ஆர்.எஸ்.எஸ்… pic.twitter.com/UcHakkRdLW
২২ জানুয়ারি দুপুরে রাম মন্দিরের গর্ভগৃহে রামলালাকে স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামের জন্মভূমি অযোধ্যার আধ্যাত্মিক, ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য রয়েছে ভারতবাসীর মনে। তাই, ২২ জানুয়ারির অনুষ্ঠানে রজনীকান্ত ছাড়াও, বিনোদন জগতের একাধিক নামীদামি ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই তালিকায় আরও রয়েছেন- অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত, অনুপম খের, অক্ষয় কুমার, পরিচালক রাজকুমার হীরানি, সঞ্জয়লীলা বনসালি, রোহিত শেট্টি ও প্রযোজক মহাবীর জৈন। দক্ষিণ ভারতের আরও অনেক তারকা উদ্বোধনী অনুষ্ঠান আলোকিত করবেন। থাকার কথা চিরঞ্জীবি, মোহনলাল, ধনুশ ও ঋষভ শেট্টিদের। এর আগে সংবাদ সংস্থা ANI-কে শ্রী রাম জন্মভূমি মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছিলেন, "এটা একটা ভাল কাজ। শিল্পীদের আসা উচিত। 'প্রাণ প্রতিষ্ঠা' অনুষ্ঠানের জন্য অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন-সহ আরও অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে ট্রাস্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও আসছেন। যেসব শিল্পীই আসবেন, তাঁদের অযোধ্যায় স্বাগত জানানো হবে।"
২২ জানুয়ারির রামলালার অভিষেক অনুষ্ঠানের মূল আচারগুলি করাবেন বারাণসীর বৈদিক পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত। জানুয়ারির ১৪ থেকে ২২ পর্যন্ত অযোধ্যা পালন করবে অমৃত মহোৎসব।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
