এক্সপ্লোর
Ayodhya Ram Mandir Ceremony: বাংলা থেকে অযোধ্যায় পৌঁছল পবিত্র জল-মাটি
Ram Mandir Bhumi Pujan: রাজ্যের কোন কোন পুণ্যভূমি থেকে পাঠানো হল, দেখুন সেই তালিকা

অযোধ্যা: আজ অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজো। সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তের মতো জল-মাটি গিয়েছে বাংলার পুণ্যভূমি থেকেও।
- কোচবিহারের মদনমোহন মন্দির ও বাণেশ্বর শিব মন্দির থেকে জল-মাটি নিয়ে যাওয়া হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে।
- তারাপীঠ থেকে হোম-যজ্ঞের পর অযোধ্যা রাম মন্দিরের ভূমি পুজোর জন্য জল-মাটি নিয়ে যাওয়া হয়েছে।
- প্রাচীন মায়াপুরের জল-মাটি নিয়ে গাড়িতে করে অযোধ্যার উদ্দেশে রওনা দেয় বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা।
- ঠাকুরনগরের ঠাকুরবাড়ির পবিত্র মাটি ও কামনা সাগরের জল বিশ্ব হিন্দু পরিষদের হাতে তুলে দেওয়া হয়।
- পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের সীতাকুণ্ড এবং লহরিয়া শিব মন্দির থেকেও মাটি নিয়ে যাওয়া হয়েছে রাম মন্দিরের ভূমি পুজোর জন্য।
- হুগলির ত্রিবেণীতে সরস্বতী-গঙ্গা-কুন্তি নদীর সঙ্গমস্থল থেকেও অযোধ্যায় জল-মাটি নিয়ে যাওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















