Nitish Roy On Ramoji Rao: "চেষ্টা নয়, তৈরি করুন সেরা ফিল্ম সিটি ", রামোজি রাওয়ের চলে যাওয়ার দিনে আবেগঘন স্মৃতিচারণ নীতীশ রায়ের
Nitish Roy On Ramoji Rao: রামোজী রাওয়ের সঙ্গে প্রধম দিনের দেখা হওয়া ও রামোজী ফিল্ম সিটির তৈরির বিষয় নিয়ে আবেগঘন পোস্ট করলেন ভারতীয় সিনেমার বিখ্যাত শিল্প নির্দেশক নীতীশ রায়।
কলকাতা: শনিবার সকালে প্রয়াত হয়েছেন রামোজী রাও। তারপরই তাঁর স্মৃতিচারণায় ফেসবুকে আবেগঘন একটি পোস্ট করলেন রামোজী ফিল্ম সিটির সৃষ্টিকর্তা , ভারতীয় সিনেমার বিখ্যাত শিল্প নির্দেশক নীতীশ রায়।
পুরনো দিনের কথা মনে করিয়ে তিনি লেখেন, "আজকের সকালটা আমাকে খুব আঘাত করেছে। রামোজি রাও গাড়ু আর নেই এটা বিশ্বাস করতে আমার কয়েক ঘণ্টা লেগে গেল। হায়দরাবাদে তাঁর সঙ্গে প্রথম দিন দেখা করার কথা আমার এখনও মনে আছে। ১৯৯২ সালে পদ্মালয় স্টুডিওতে ডেভিড ধাওয়ানের সিনেমার জন্য আমি একটি সেট তৈরি করছিলাম। ৫০০ মিটারের সেই সেটটি সবাইকে খুব অবাক করেছিল। টাইকুন রামোজি রাও গাড়ু একদিন সকালে সেটটি দেখার জন্য এসেছিলেন। তারপর ওই সুন্দর মানুষটি আমার সঙ্গে পরিচয় করে পরেরদিন আমাকে দেখা করতে বলেন।"
ওই পোস্টে নীতীশ রায় আরও লিখেছেন, "আমি পরের দিন তাঁর অফিসে গিয়েছিলাম এবং খুব অবাক হয়েছিলাম যখন তিনি আমাকে হায়দরাবাদে তাঁর জন্য একটি ফিল্ম সিটি তৈরি করতে বলেছিলেন। সেই কথা শুনে আমার মনে হয়েছিল যে আমার হাতে চাঁদ রয়েছে! আমি বললাম, "আমি চেষ্টা করব স্যার"। তিনি উত্তর দিলেন, "বলবেন না আপনি চেষ্টা করবেন! সেরা ফিল্ম সিটি করুন। আমি সবসময় আমার জীবনে সেরাটা অর্জন করার চেষ্টা করেছি, এটাতে আমি সেরা হতে চাই! আগামীকাল থেকেই আপনি কাজ শুরু করুন।” আমি কিছুক্ষণ চুপ করে থাকার উত্তর দিলাম, "ঠিক আছে স্যার আমি এটা করব!" এটাই ছিল রামোজি ফিল্ম সিটি তৈরির শুরু। তিনি সবসময় আমার পাশে ছাতার মতো দাঁড়িয়ে ছিলেন। তখন আমি সত্য়িই বুঝতে পারি অভিভাবক শব্দের মানে কী। রামোজি বাবুর আকস্মিক মৃত্যু আমাকে পুরোপুরি হতবাক করে দিয়েছে। আমি আমার অনুভূতি প্রকাশ করতে জানি না। এটা দেশের জন্য বিরাট ক্ষতি। তাঁর পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। তাঁর আত্মার শান্তি হোক।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।