Ranbir Kapoor: 'ঋষির খোঁজ নিয়ে ফোন করতে বলিনি, যা খুশি বলছে রণবীর', বিস্ফোরক রণধীর
সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর কপূর বলেন, 'আমার কাকা রণধীর কপূর ডিমেনশিয়া রোগে আক্রান্ত। এই অসুখের প্রথম পর্যায়ে রয়েছেন এখন তিনি। সদ্যই তিনি 'শর্মাজি নমকিন' দেখেছেন।
মুম্বই: 'স্মৃতিভ্রমের রোগে মোটেই আক্রান্ত নই আমি', ভাইপো রণবীর কপূরের বক্তব্য ওড়ালেন জ্যেঠু রণধীর কপূর। শুধু তাই নয়, কার্যত রণবীরকে কটাক্ষ করে তিনি দাবি করলেন, মনগড়া কথা বলছে রণবীর। ঠিক কী হয়েছিল? কোথা থেকে উৎপত্তি এই সমস্যার?
রণবীরের বক্তব্য
সদ্য মুক্তি পেয়েছে প্রয়াত বলিউড তারকা ঋষি কপূরের (Rishi Kapoor) শেষ ছবি 'শর্মাজি নমকিন' (Sharmaji Namkeen)। এই ছবিতে অভিনয় করাকালীনই ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। আর তারপর পরলোকগমন করেন। আজ ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে 'শর্মাজি নমকিন' ছবিটি। আর এই ছবি দেখার পরই প্রয়াত ঋষি কপূরের সঙ্গে কথা বলতে চান তাঁর দাদা রণধীর কপূর (Randhir Kapoor)। সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর কপূর (Ranbir Kapoor) জানালেন, তাঁর কাকা ডিমেনশিয়া (Dimentia) রোগে আক্রান্ত।
সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর কপূর বলেন, 'আমার কাকা রণধীর কপূর ডিমেনশিয়া রোগে আক্রান্ত। এই অসুখের প্রথম পর্যায়ে রয়েছেন এখন তিনি। সদ্যই তিনি 'শর্মাজি নমকিন' দেখেছেন। ছবিটি দেখার পরই তিনি আমার কাছে আসেন। আর বলেন 'বাবাকে বলো, ও অসাধারণ। কোথায় এখন ও? চলো ওকে ফোন করি।' ওঁর চিকিৎসা চলছে। শিল্প বা কলা সমস্ত বাঁধন সমস্ত শারীরিক চিকিতসার অবস্থাকে ভেঙে দেয়। একটা সুন্দর গল্প বলার কায়দা সব বদলে দিতে পারে।'
আরও পড়ুন: সন্তুর বাজানোর চেষ্টা ইউভানের, ভিডিও শেয়ার করলেন রাজ
রণধীরের বক্তব্য
এর পরেই মুখ খুলেছেন করিশ্মা কপূর-করিনা কপূরের বাবা। ভাইপোকে নস্যাৎ করে জানিয়েছেন, তাঁর এ রোগ হয়নি। ২০২১-এর এপ্রিলে শুধুমাত্র কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরে ওঠার পরে সদ্য পরিচালক রাহুল রাওয়ালের সঙ্গে তিনি গোয়া থেকে ঘুরে এসেছেন বলেও জানান প্রবীণ অভিনেতা।
তবে কেন রণবীর বললেন, ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিয়েছে তার মধ্যে? রণধীরের সপাট যাব, 'ও যা খুশি বলতেই পারে, ওর ইচ্ছে। তবে আমি মোটেই ঋষির খোঁজ নিয়ে ওকে ফোন করতে বলিনি।'
মনমালিন্য নাকি ভাঙন? ঠিক কী হয়েছিল 'শর্মাজি নমকিন' -এর প্রদর্শনে? আপাতত উত্তরের অপেক্ষায় বলিউড।